বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ ও নন-ইন্টারলকিং-এর কাজের কারণে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে আগামী ১৯ দিনে ব্যাপক হারে ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ধাপে ধাপে বাতিল করা হচ্ছে ২১২টি লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি, ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং ১৫টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

রেল কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ মে-তে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়া ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হবে। তবে কিছুটা স্বস্তি দিয়ে রেল জানিয়েছে, ১২ থেকে ১৪ মে-র মধ্যে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন : সর্বভারতীয় স্তরে জোড়া সাফল্য মেদিনীপুর বিদ্যাসাগর শিশু নিকেতনের
দক্ষিণ পূর্ব রেল মার্চ মাসেই এই কাজ ও ট্রেন বাতিলের পরিকল্পনা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। মঙ্গলবার ফের নতুন বিজ্ঞপ্তিতে বিস্তারিত সূচি প্রকাশ করে যাত্রীদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, যাত্রার পূর্বে ট্রেনের বর্তমান সময়সূচি ও চলাচলের অবস্থা রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে চেক করে নিতে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Train Cancellations
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper