বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত মেদিনীপুর শহরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। এমনটাই ঘোষণা করেছে মেদিনীপুর পৌরসভা। শহরের সমস্ত জলাধার, জলের পাইপ লাইন জীবাণুমুক্ত করা হবে। তাই ২৪ ঘন্টা জল সরবরাহ বন্ধ থাকবে শহরের ২৫ টি ওয়ার্ডে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/4. সৌমেন খান জানিয়েছেন, “মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত শহরে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। ওই সময় জীবাণুমুক্তির কাজ চলবে।” সম্প্রতি শহরের সুকান্তপল্লী এলাকায় বহু মানুষ জন্ডিসে আক্রান্ত হন।
আরও পড়ুন : “বাইরে বেরোবেন না, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রবল,” রামনবমী মিছিলে বাইকে দিলীপ ঘোষ
আরও পড়ুন : “ক্ষমতায় আমরাই এনেছিলাম, আমরাই নামাতে পারবো”, চাকরি হারিয়ে ফের বিক্ষোভ মেদিনীপুর শহরে
3/4. জানা গিয়েছে, অপরিশ্রুত পানীয় জল থেকেই এই জন্ডিসের প্রকোপ ধারণ করেছিল। যা নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছিল। তারপরেই জলের পাইপ লাইন ও জলাধার জীবাণুমুক্তির কাজ হবে বলে সিদ্ধান্ত হয়। সোমবার পৌরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে।
আরও পড়ুন : একসঙ্গে ৪ শিক্ষকের চাকরি বাতিল চন্দ্রকোনার স্কুলে
আরও পড়ুন : মেদিনীপুরে মহিলা থানার অভ্যন্তরে মহিলাদের নির্যাতনের প্রমাণ, ‘মোমকাণ্ডে’ পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের
4/4. জানানো হয়েছে, ২৪ ঘন্টা সম্পূর্ণরূপে জল পরিষেবা বন্ধ থাকবে। পরিস্কার ও নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে জানিয়ে দেওয়া হয়েছে আগাম জল মজুত করে রাখার জন্য। যার জন্য মাইকিং করা হয়েছে শহরে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Water Alert
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper