Home » Forest Department : বাঘের গতিবিধি জানতে বসল ৪০ টি ট্র্যাপ ক্যামেরা! ঘটনাস্থলে সুন্দরবনের বিশেষজ্ঞরা

Forest Department : বাঘের গতিবিধি জানতে বসল ৪০ টি ট্র্যাপ ক্যামেরা! ঘটনাস্থলে সুন্দরবনের বিশেষজ্ঞরা

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বেলপাহাড়ির বাঁশপাহাড়ি জঙ্গলে বাঘের হদিশ পেতে বসানো হল ৪০ টি ট্র্যাপ ক্যামেরা।আনা হয়েছে বাঘ বন্দি করার জন্য খাঁচা। এদিকে আতঙ্কে বন্ধ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়,আতঙ্কিত গ্রামবাসীরা। মাইকিং করে বন দফতরের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। রবিবার বাঘের দেখা মেলে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি অঞ্চলের মেনিয়ারডির জঙ্গলে। আতঙ্কিত এলাকার সাধারণ মানুষসহ পর্যটকেরাও।ওই এলাকার জঙ্গলে বনদপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করা হচ্ছে। বন বিভাগের পক্ষ থেকে মানুষকে সতর্ক থাকার জন্য মাইকিং করে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে। গ্রামবাসীদের জঙ্গলের ভিতরে কাঠ ও পাতা সংগ্রহ করতে যেতে নিষেধ করা হয়েছে। বাড়ির গবাদি পশু জঙ্গলে নিয়ে যেতেও নিষেধ করা হয়েছে। বাঘের আতঙ্কে সোমবার বাগডোবা প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group 1: Click Here

For WhatsApp Group 2: Click Here


2/5. বাঁশপাহাড়ি অঞ্চলের ছুরিমারা , বাগডোবা,মুনিয়াডি,কাঁকড়াঝোড় ও ময়ুরঝর্ণা সহ বিভিন্ন এলাকার এলাকাবাসীসহ পর্যটকদের মাইকিং করে জঙ্গল লাগোয়া এলাকায় যেতে বারণ করা হয়। ঝাড়গ্রাম বনদপ্তরের ডি এফ ও উমর ইমাম বলেন,’ বাঘের গতিবিধি জানার জন্য লাগানো হয়েছ ট্র্যাপ ক্যামেরা। বাঘ কে নিজেদের বাগে আনতে সুন্দরবন থেকে বাঘের এক্সপার্ট টিমকে নিয়ে আসা হয়েছে।বসানো হবে খাঁচা।’

আরও পড়ুন : Medinipur Hospital : গ্রিন করিডরে দুই প্রসূতি মেদিনীপুর থেকে কলকাতায়, ফের উত্তেজনা মেদিনীপুর হাসপাতালে, বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন!

আরও পড়ুন : Ambulance Accident : দাসপুরে অ্যাম্বুলেন্স লরির মুখোমুখি ধাক্কা! গুরুতর আহত একাধিক


3/5. এদিকে বনবিভাগের একটি বিশেষ সূত্রে জানা গেছে মোট ৪০টি ট্র্যাপ ক্যামেরা সারা এলাকায় বসানো হয়েছে বাঘের গতিবিধি বুঝতে।রাখা হয়েছে বাঘের টোপ হিসাবে ছাগল,গরু,মোষ। বাঘ কে টোপ দিয়ে খাঁচা বন্দি করা হবে।সব মিলিয়ে এই মুহূর্তে আতঙ্কের পরিবেশ বাঁশপাহাড়ি অঞ্চলের বিভিন্ন গ্রামে। তবে যে বাঘ টি এসেছে তার গলায় রেডিও কলার না থাকায় বাঘের অবস্থান এখনো জানা যায় নি। বাঘিনী জিনাত এর চেয়ে বাঘ টি বড় ধরনের বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। বাঘের পায়ের একাধিক ছাপ সোমবার ও ওই জঙ্গলে পাওয়া গিয়েছে।

আরও পড়ুন : Scam : মেসেজ করে টাকা চাইছেন কেশিয়াড়ির বিধায়ক! সতর্ক থাকুন, পুরোটাই ফাঁদ

আরও পড়ুন : Ambulance Accident : দাসপুরে অ্যাম্বুলেন্স লরির মুখোমুখি ধাক্কা! গুরুতর আহত একাধিক

4/5. প্রায় একমাস আগে বাঘিনী জিনাত ওই এলাকায় প্রবেশ করে দুই দিন থাকার পর পুরুলিয়া জেলার রাইকা পাহাড় লাগোয়া চলে গিয়েছিল। সেই বাঘিনী জিনাত ধরা পড়ে বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের গোঁসাইডিহি এলাকার জঙ্গল থেকে। বাঘিনী জিনাত এর আতঙ্ক এখনও দূর হয় নি। ঠিক সেই সময় ফের বাঘের আগমনে ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।

5/5. বাঘ এলাকায় চলে আসায় মকর পরবের আনন্দ থেকে বঞ্চিত হতে হচ্ছে এলাকার বাসিন্দারা। জঙ্গলমহলের বড় পরব ‘ মকর’ পরব। কিন্তু বাঘ চলে আসায় বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এলাকার রাস্তাঘাট শুনশান লোকজনের দেখা নেই। তবে গ্রামবাসীদেরকে বন বিভাগের পক্ষ থেকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন ঝাড়গ্রাম বন বিভাগের ডি এফ ও উমর ইমাম সহ অন্যান্য আজকারীরা। ওই বাঘ টি ঝাড়খন্ড রাজ্যের চান্ডিল বনাঞ্চল থেকে বেলপাহাড়ি থানার ওই এলাকায় প্রবেশ করেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনার রুখতে রয়েছে পুলিশ ও বন বিভাগের কর্মীরা।

আরও পড়ুন : Medinipur Hospital : মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুতে ফের উত্তেজনা, তদন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তরের টিম

আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

40 trap cameras for tiger tracking

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.