বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শেষ লগ্নের ভোট প্রচার জমে উঠলো মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে। তৃণমূলের হয়ে মিছিলে যোগ দিলেন রাজ্য তৃণমূলের যুব সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। অন্যদিকে বিজেপির মিছিলে যোগ দেন সাংসদ সৌমেন্দু অধিকারী ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সোমবার বিকেলে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে মেদিনীপুর কলেজ মাঠ থেকে মিছিল শহরের রিং রোড পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ ছাড়াও রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, রাজীব বন্দ্যোপাধ্যায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
সায়নী বলেন, “ময়দান ফাঁকা, আমরা জিতে গিয়েছি। জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গোল দেবে, বাকিরা গোল খাবে।” নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিজেপি। তাদের দাবি, শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল হারবে। তৃণমূল চেষ্টা করবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে। যদিও সায়নী ঘোষ বলেন, “সন্ত্রাস শব্দটির সঙ্গে বিজেপি ওতোপ্রোতভাবে জড়িত। কাজেই এই শব্দ তারাই ব্যবহার করতে পারে যারা নিজেরা সন্ত্রাস করে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে শুধু সুজয় হাজরাকে ভোট দেবে।” পাশাপাশি মেদিনীপুর শহরে প্রচার মিছিলে যোগ দিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
Medinipur Assembly Election
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
এদিন দুপুরে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। দিলীপ ঘোষ বলেন, “গুলি-বোমা, খুন-ধর্ষণ এগুলো পশ্চিমবঙ্গের কুটির শিল্প। মানুষ এতে প্রভাবিত হয় না। আইনশৃঙ্খলা যেখানে নেই, দুষ্কৃতিরা যেখানে পার্টি আর সরকার চালায় সেখানে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।” সিভিক ভলান্টিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “সিভিক ভলান্টিয়ার তৃণমূলের সবচেয়ে বড় ক্যাডার। বিরোধীদের ধমকানো, টাকা তোলা তাদের কাজ।”
অন্যদিকে ব্যান্ড বাজিয়ে নাচতে নাচতে প্রচার করলেন কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার ঘোষ। মেদিনীপুর শহরে জেলা কংগ্রেস কার্যালয়ে এমনই দৃশ্য দেখা দিয়েছে। এদিন কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাতো। তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরকারকে তুলোধোনা করেন। কলকাতায় অস্ত্র উদ্ধার নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, “ঝাড়খন্ডেও নির্বাচন আছে। পশ্চিমবঙ্গে মাত্র ছটি আসনে নির্বাচন। এখানে নির্বাচনকে খারাপ জায়গায় নামিয়ে আনা হয়েছে।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur Assembly Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper