বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত দুই জঙ্গিকে গ্রেফতারে সাফল্যের পালক জেলা পুলিশের মুকুটে। ‘কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পুরস্কার ২০২৪’ পেল ৬ জন পুলিশ কর্মী। ২০২৪ সালের ১১ই এপ্রিল মধ্যরাতে NIA এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে সৈকত শহর নিউ দিঘা থেকে গ্রেফতার করা হয়। বেঙ্গালুরু শহরের রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত দুই ব্যক্তিকে। দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন ৬ পুলিশ আধিকারিক।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
আর তারই স্বীকৃতি হিসাবে দেওয়া হল ‘কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক ২০২৪’। সম্মানীত হচ্ছেন সাব ইন্সপেক্টর উজ্জ্বল কুমার নস্কর, যিনি নন্দকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক, SOC সেলের ভারপ্রাপ্ত আধিকারিক, সাব ইন্সপেক্টর সৌরভ মিত্র, সাব ইন্সপেক্টর দেবনাথ রাজ , যিনি বর্তমানে অ্য়ান্টি ক্রাইম সেলের ভারপ্রাপ্ত আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শান্তনু নন্দন রাউত, বর্তমানে দিঘা থানায় কর্মরত, SOG সেলের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিংশুক পাইন ও কনস্টেবল অনিমেশ গিরি।
Purba Medinipur
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য বলেন, “কেন্দ্র সরকারের এই স্বীকৃতিতে আমরা গর্বিত। সূত্র মারফত খবর পাওয়ার পর পুরো অপারেশন করা হয়েছে। আর পুরো অপারেশনের সামনে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই দক্ষ অফিসার ও কর্মীরা।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Purba Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper