ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অবাক কান্ড চন্দ্রকোনায়। আকাশ থেকে আচমকাই নেমে এল উড়ন্ত সাদা রঙের যন্ত্র। রবিবার সাত সকালে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার মারূপচক গ্রামে। শোরগোল পড়ে যায় এলাকায়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।জানা যায়, আতঙ্কের কিছু নেই। এদিন সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান, বেলুন লাগানো অবস্থায় একটি দঁড়ি ও তাঁর সাথে লাগানো রয়েছে একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
যন্ত্রটিতে আবার জ্বলছে লাল লাইট। স্থানীয়রা ওই যন্ত্রটিকে উদ্ধার করে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে যায়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যন্ত্রটি কি দেখার জন্য ভিড় জমে যায়। খবর যায় চন্দ্রকোনা থানায়। পুলিশ গিয়ে যন্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, যন্ত্রটি একটি রেডিওসোন্ড। ব্যাটারিচালিত টেলিমেট্রি যন্ত্র। বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়।
Strange Device
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
রেডিওর মাধ্যমে উচ্চতা, চাপ, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর গতি দিক এবং ভৌগোলিক অবস্থান (অক্ষাংশ/দ্রাঘিমাংশ) গ্রাউন্ড রিসিভারে পাঠায়। ওজন ঘনত্ব পরিমাপকারী রেডিওসোন্ডকে ওজোনসোন্ডও বলা হয়। যন্ত্রটির গায়ে মেড ইন কোরিয়া লেখা। কোথা থেকে এল, তা জানা যায়নি। তবে এই যন্ত্রকে ঘিরে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছে পুলিশ। এর আগেও চন্দ্রকোনার ক্ষেত্রপাল, হুগলি ও চুঁচুড়া ছাড়া বিভিন্ন জায়গায় এই ধরনের যন্ত্র আকাশ থেকে পড়েছিল।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Strange Device
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper