ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভোট মিটলেও জেলায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা রুখতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে টহল অব্যাহত কেন্দ্রীয় বাহিনীর। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, আনন্দপুর, গুড়গুড়িপাল, চন্দ্রকোণা থানার বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। নিরাপত্তার বিষয়ে তাদের আশ্বস্ত করেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ভোটের ফলাফলের পর থেকে এখন পর্যন্ত জেলায় সেভাবে বড় ধরনের রাজনৈতিক হিংসার ঘটনা না ঘটলেও ভয়-ভীতির কারণে ঘর ছেড়েছে বিজেপি কর্মীরা। বিজেপি দাবি, শাসকদলের অত্যাচারে ঘরছাড়া হতে হয়েছে। তাদের ঠাঁই হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ে। বিজেপি নেতাদের অভিযোগ, “জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের উপর মারধর করার পাশাপাশি হুমকি দিচ্ছে। যার ফলে কর্মীদের জেলা কার্যালয়ে এসে আশ্রয় নিতে হচ্ছে।” তবে এবারে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে কেশপুর।
Paschim Medinipur
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
যেখানে ভোট এবং ভোট পরবর্তী হিংসা অব্যাহত থাকত। এবারে শাসক-বিরোধী দুই দলকেই অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। এখনো পর্যন্ত কেশপুরে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। প্রায় প্রতিদিনই কেশপুর, আনন্দপুর এলাকার বিভিন্ন গ্রামের টহল চলছে কেন্দ্রীয় বাহিনীর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভোট প্রক্রিয়া মিটলেও ১৯ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট পরবর্তী কোন অশান্তির ঘটনা ঘটলে বাহিনীকে ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলা করার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper