ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ প্রায়ই সামনে আসে। এবার রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। ঘটনায় এক রেল কর্মী সহ তিনজনকে গ্রেফতার করেছে খড়্গপুর রেল পুলিশ। ওই প্রতারকেরা ভুয়ো নিয়োগপত্র থেকে ইন্টারভিউ সবটাই করত। তাদের প্রতারণার ফাঁদ রাজ্য ছেড়ে ভিন রাজ্যতেও ছড়িয়ে! সেই সব মাথাদের ধরতে তৎপর রেল পুলিশ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শনিবার খড়্গপুর জিআরপি-র এসআরপি দেবশ্রী সান্যাল জানান, “রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।” জানা গিয়েছে, প্রতারিত এক চাকরি প্রার্থীর হদিস পায় রেল পুলিশ। ওই চাকরিপ্রার্থী দফায় দফায় কয়েক লক্ষ টাকা দিয়েছেন। বিষয়টা জানার পর রেল পুলিশ তদন্তে নেমে জানতে পারেন কাকে টাকা দিয়েছে।
Railway Job Fraud
আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে
আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর
সেই সূত্র ধরেই রেলের খড়্গপুর সিনিয়র ডিওএম অফিসের কর্মী দুলভ চিনা, প্রাক্তন কর্মী এম কোটেশ্বর রাও এবং এক মহিলা সাবিনা খাতুনকে গ্রেফতার করে রেল পুলিশ। তিনজনই খড়্গপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এসআরপি দেবশ্রী সান্যাল জানান, “ধৃতদের আদালতে তোলা হয়েছে। ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের মোবাইল থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে এই চক্রের কারবার রাজ্যের বাইরেও ছড়িয়ে রয়েছে। সেইসব চক্রের মূল পান্ডাদের ধরতে তদন্ত চলছে।”
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Railway Job Fraud
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper