ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আগুনে ভষ্মীভূত হয়ে গেল প্রাইভেট কারটি। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা-পিড়াকাটার রাজ্য সড়কের মাঝে বুড়িশোল এলাকায়। ওই প্রাইভেট গাড়িতে থাকা একাধিক জনের মৃত্যুর সম্ভাবনা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here



এমনটাই দাবি স্থানীয়দের। যদিও কতজনের মৃত্যু হয়েছে বা কতজন ছিল ওই গাড়িতে তার এখনো কোনো পরিসংখ্যান জানানো হয় নি পুলিশের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে পিড়াকাটা যাওয়ার সময় মাধুরী নামে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট কারের। কয়েক মিনিটের মধ্যেই ওই প্রাইভেট কারটি আগুনে পুড়ে যায়।
Road Accident Breaking


আরও পড়ুন : হাসপাতালে দেখা মেলে না সিনিয়র চিকিৎসকদের! মেয়েকে বাঁচাতে মন্ত্রীর পা ধরলেন বাবা-মা
আরও পড়ুন : রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেল চারজন


স্থানীয় বাসিন্দাদের দাবি ওই গাড়ি থেকে কেউ বাইরে বেরোতে পারেনি। পাশাপাশি যাত্রীবাহী বাসে থাকা যাত্রীরা কম বেশি অনেকেই আহত হয়েছেন। তবে বড়সড় দুর্ঘটনা ঘটেনি বাসে। ঘটনার খবর পেয়ে পৌছায় পুলিশ ও দমকল বাহিনী। চলছে উদ্ধার কার্য। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : মর্মান্তিক! নিজের বাড়িতে ইলেকট্রিক শকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
আরও পড়ুন : একনাগাড়ে বৃষ্টি, জমিতে জমছে জল! পশ্চিম মেদিনীপুরে মাথায় হাত আলু চাষীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident Breaking
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper