ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পঞ্চায়েতের এক নির্মাণ সহায়ককে মারধর করে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলেরই অঞ্চল সভাপতি ও তার অনুগত ঠিকাদারদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বেলপাহাড়ি ব্লক অফিস চত্বরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই ঘটনার মূল অভিযুক্ত তৃণমূলের ভুলাভেদা অঞ্চল সভাপতি নিখিল সিং, ঠিকাদার শিশির সিং সহ মূল অভিযুক্তরা পলাতক। তবে যে গাড়িটিতে করে ওই নির্মাণ সহায়ককে অপরহরণ করার চেষ্টা হয়েছিল, সেই গাড়িটি আটক করেছে পুলিশ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
Kidnapping Attempt
চালককেও গ্রেফতার করা হয়েছে। ধৃত চালকের নাম নির্মল সরেন। তার বাড়ি বেলপাহড়ির বাঁকশোল গ্রামে। ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সুজিত ধল এদিন বিডিও অফিসে বিভাগীয় কাজে এসেছিলেন। ক্যান্টিনে খাওয়া দাওয়া সেরে তিনি বেরোতে যাবেন, এমন সময় ভুলাভেদা অঞ্চল তৃণমূলের সভাপতি নিখিল সিং, ঠিকাদার শিশির সিং সহ পাঁচ-ছ’জন সুজিতবাবুকে ঘিরে ধরে মারধর করতে থাকে বলে অভিযোগ। ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতে টেন্ডার পাওয়া নিয়ে নির্মাণ সহায়ককে বার বার চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তিনি রাজি না হওয়ায় তাঁকে মারধর করে একটি গাড়িয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়।
আরও পড়ুন : মর্মান্তিক! নিজের বাড়িতে ইলেকট্রিক শকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
আরও পড়ুন : একনাগাড়ে বৃষ্টি, জমিতে জমছে জল! পশ্চিম মেদিনীপুরে মাথায় হাত আলু চাষীদের
কিন্তু সুজিতবাবুর চিৎকার চেঁচামেচিতে শেষপর্যন্ত গাড়িতে তাঁকে ফেলে রেখেই চম্পট দেয় মূল অভিযুক্তরা। জানা গিয়েছে, বেলপাহাড়ি ব্লক তৃণমূলের সভাপতি বুবাই মাহাতোও ওই সময় কাছেই ছিলেন। অঞ্চল সভাপতি নিখিল হলেন বুবাইয়ের খুবই ঘনিষ্ঠ। যদিও ঘটনার পর নিখিল সহ সব অভিযুক্তের মোবাইল ফোন বন্ধ। বুবাইয়ের ফোনও বন্ধ। নির্মাণ সহায়ক সুজিতবাবুর অভিযোগের ভিত্তিতে মারধর, খুনের চেষ্টা, অপহরণের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। এসডিপিও (বেলপাহাড়ি) উত্তম গরাঁই বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজা হচ্ছে।’’
আরও পড়ুন : আলো না জ্বালিয়েই ছুটছে টোটো, “পুলিশ কিছু বলেনি” দাবি টোটো চালকের
আরও পড়ুন : জঙ্গলমহলে ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর নামে বিজয় মেলার প্রস্তুতি বৈঠক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kidnapping Attempt
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper