ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বছর গড়ালেই লোকসভা ভোট। বঙ্গে তৃণমূল-বিজেপি দুই যুযুধান দলের লড়াই। একদিকে কেন্দ্রের শাসকের ক্ষমতায় থেকে তৃণমূলকে হুশিয়ারি বিজেপির, অন্যদিকে এরাজ্যে জোড়াফুলের ক্ষমতা প্রমাণে মরিয়া তৃণমূল শিবির। আগামী লোকসভা ভোটে একে অপরকে টেক্কা দিতে গুটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি। এহেন আবহে বিজয়া দশমীর নির্ঘণ্ট শেষে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিজয়া সম্মেলনীতে জোর দিয়েছে জেলার রাজনৈতিক কারবারিরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
গত কয়েকদিন থেকেই দফায় দফায় জেলাস্তর ব্লকস্তরে বিজয়া সম্মেলনে মেতেছে রাজনৈতিক দলগুলি। সম্মেলন থেকে জেলার শীর্ষ নেতৃত্বদের দেওয়া বার্তার মাধ্যমে স্পষ্ট হয়েছে একাধিক বিষয়। যার উল্লেখযোগ্য দিক হল সাংগঠনিক ভীত শক্ত করা এবং দলীয় কোন্দল ভুলে আগামী লোকসভা ভোটে একজোট হয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করা। সম্মেলন থেকে শীর্ষ নেতৃত্বদের বার্তাতে এই বিষয়টি স্পষ্টভাবেই উঠে এসেছে। তাই বংলার বড় উৎসব শেষ হতে না হতেই মাঠে নেমে পড়েছেন রাজনৈতিক দলগুলি।
Lok Sabha Election
আরও পড়ুন : দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেনে প্রথম মহিলা চালক দীপান্বিতা
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হুলা টিমের সদস্যের
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলির পাশাপাশি লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রত্যেক জেলার ভোট কর্মীদের তালিকা প্রস্তুত করার নির্দেশিকা পৌঁছেছে জেলাশাসকদের দপ্তরে। জানা গিয়েছে প্রাথমিকভাবে জেলাজুড়ে ভোটকর্মীদের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। লোকসভা ভোট নিয়ে তলে তলে রাজনীতিক দলগুলির পাশাপাশি প্রস্তুত হচ্ছে রাজ্য জেলা এবং ব্লক প্রশাসন।
আরও পড়ুন : বন্যা মোকাবিলায় ঘাটালে পৌঁছালো জাতীয় এবং রাজ্য বিপর্ষয় উদ্ধারকারী বাহিনী, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক-পুলিশ সুপার সহ ঘাটালের পদস্থ আধিকারিকরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lok Sabha Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper