Midnapore Sanju reliance is a cartoon character of Mickey Mouse-Spiderman to run his family and studies. People appriciate for his hard work.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জন্মের কয়েক বছর পরই বাবা ছেড়ে চলে গিয়েছে। মা এখন দুরারোগ্য ব্যাধিতে। সংসার চালাতেই যখন হিমশিম তখন পড়াশোনার খরচ জোগাতে নাজেহাল অবস্থা যুবকের। কিন্তু জেদ কোন কিছুতেই বাধা মানে না। তাই বিভিন্ন অনুষ্ঠানে কার্টুন সেজে, ক্যাটারিং করে সংসারের দায়িত্ব সামলে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সঞ্জু। মেদিনীপুর সদরের খয়েরুল্লাচকের বাসিন্দা সুপ্রভাত কর ওরফে সঞ্জু।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ছোট থেকেই তার কাঁধে এসে পড়েছিল সংসারের দায়িত্ব। অভাব অনটন এমন জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল সেই মুহূর্তে পড়াশোনা ছেড়ে কাজে যোগ দিতে বাধ্য হওয়ার অবস্থা। কিন্তু তার অদম্য জেদ তাকে আজ কলেজ পড়ুয়া তৈরি করেছে। বর্তমানে সে তৃতীয় বর্ষের ছাত্র। সঞ্জু বলছে, “সংসার চালাতে হিমশিম অবস্থা ছিল। পড়াশোনার খরচ কিভাবে যোগাবো চিন্তায় রাতের ঘুম উড়ে যেত। এখন বিভিন্ন অনুষ্ঠানে মিকি মাউস, স্পাইডারম্যান কার্টুন সেজে, কখনও ক্যাটারিং এর কাজ করে পড়াশোনার পাশাপাশি উপার্জন করি।
Midnapore
এই কাজে যোগ দিয়েছিলাম অষ্টম শ্রেণীতে যখন পড়ি।” বাড়ির অভাব অনটন যখন তাকে কুরেকুরে খেত, তখন পাশের এক কাকুর হাত ধরেই কার্টুন দেখার অভ্যস্ত সঞ্জু গিয়েছিল এক অনুষ্ঠানে দেড়শো টাকার বিনিময়ে মিকি মাউস সাজতে। তার চিন্তা ছিল সংসারের পাশাপাশি পড়াশোনার খরচ জোগাড় করা। সেই সঞ্জু এখনও একই পেশাতে বহাল তবিয়তে।
আরও পড়ুন : নব জোয়ার যাত্রাতে জঙ্গলমহলে অভিষেকের পাশাপাশি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি তুঙ্গে
কলেজ থেকে ফিরেই চলে যায় বিভিন্ন অনুষ্ঠানে কার্টুন সাজতে অথবা ক্যাটারিং-এর কাজে। সেই ভাবেই তার সংসারের পাশাপাশি রোগে আক্রান্ত মায়ের চিকিৎসা খরচ জোগাড় করছে ওই কুড়ি বছরের যুবক। পাড়ার এইরকম দুঃস্থ মেধাবী ছাত্রদের নিয়ে একটি দল গঠন করেছেন। যারা পড়াশোনা ও সংসারের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে। তাদের নিয়ে একটি কার্টুন চরিত্রের দল গঠন করেছে। সঞ্জুর এই কাজে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন : ঝুমুর-কীর্তণ দলে নৃত্য ও জঙ্গলের শাল পাতা বিক্রি করে উচ্চ মাধ্যমিকে সফল শালবনীর লক্ষ্মী
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যে যুগ্ম প্রথম ঝাড়গ্রামের দুই আদিবাসী কন্যা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper