Main accused in Egra Bomb Blast case arrested from Odisha. The Chief Minister wants to know how the accused Bhanu Bagh got bail.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের ৪৮ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত বাজি সম্রাট কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগকে গ্রেফতার করল সিআইডি। গ্রেফতার করা হয়েছে ছেলে পৃথ্বীজিৎ বাগ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগকে। ওড়িশাতে পালিয়ে গিয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ভানু সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে এখনই তাঁকে বাংলায় নিয়ে আসা হবে না। হাসপাতালেই পুলিশি নিরাপত্তায় রাখা হবে বলে জানা যাচ্ছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বিশেষ সূত্রের খবর, ভানু কটকের এক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশি নজরদারিতে রয়েছেন তিনি।
বিস্ফোরণের পরই অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চেপে চম্পট দিয়েছিলেন ভানু। পুলিশের সন্দেহ ছিল পড়শি রাজ্য ওড়িশায় গা ঢাকা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীও একই সন্দেহ প্রকাশ করেছিলেন। এরপরই বুধবার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাঁর খোঁজ শুরু করে রাজ্য় পুলিশ ও সিআইডি। ওড়িশায় পৌঁছে যায় পুলিশের টিমও। বুধবার ভানুর ছেলে ও ভাইপোকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে খবর মেলে কটকের হাসপাতালে চিকিৎসাধীন ভানু বাগ।
Egra Bomb Blast Case
কৃ্ষ্ণপদ বাগের ভাইপোর স্ত্রী মামনির দাবি, প্রতিবেশীরা বিপদ বুঝে মিথ্যে কথা বলছে। যে জমি কেড়ে নিয়ে কারখানা করার অভিযোগ উঠছে, সেটি নাকি তাঁদের কেনা। এখানেই শেষ নয়, গতকালের পর থেকে শোনা যাচ্ছে, খাদিকুল গ্রামে বাগবাড়িতেও নাকি বিস্ফোরণ হয়েছে একাধিকবার। সেই অভিযোগও নাকি মিথ্যে। যদিও বছর ১৫ আগে বিস্ফোরণে ভানু বাগের ছোটো ভাইয়ের মৃত্যুও হয়েছে।
আরও পড়ুন : কাপড় খোলার হুঁশিয়ারি! খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোয় ভাঙচুর কুড়মিদের
আরও পড়ুন : এগরায় বিস্ফোরণ কান্ডে NIA তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ শুভেন্দু
প্রসঙ্গত, এগরায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত ৯, আহত অন্তত ৫। ২জনকে আনা হল এসএসকেএমে। বেআইনি বাজি কারখানায় বারবার বিস্ফোরণ। পুকুর থেকে রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ। বিচার চায় নিহতদের পরিবার।স্থানীয় বাসিন্দাদের দাবি, কুড়ি থেকে পঁচিশ জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় এগরা থানার আইসিকে শোকজ করা হয়েছে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এগরা থানার আইসি–কে শোকজ করা হয়েছে। অভিযুক্ত ভানু বাগ কেমন করে জামিন পেলেন তা জানতে চান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : এগরায় বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জন , ঘটনাস্থলে CID ও বোম্ব স্কোয়াড
আরও পড়ুন : আর যেতে হবে না থানায়! পশ্চিম মেদিনীপুরে হারিয়ে যাওয়া ফোনের অভিযোগ জানানো যাবে বাড়িতে বসেই
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Egra Bomb Blast Case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper