Home » Horrible Explosion : এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হু হু বাড়ছে মৃতের সংখ্যা

Horrible Explosion : এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হু হু বাড়ছে মৃতের সংখ্যা

by Biplabi Sabyasachi
0 comments

Horrible explosion in firecracker factory in Egra, the death toll is increasing. Police also patrolled. People are scared by the bomb blast.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের পর এবার এগরা। বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে তিন জনের মৃত্যু৷ আহত হয়েছেন চার জন৷ ঘটনাটি ঘটেছে এগরার সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর চাঁদকুড়ি গ্রামে৷ অভিযোগ বাড়ির ভিতরেই বাজি কারখানার আড়ালে বেআইনি ভাবে এই বোমা তৈরির কাজ চলছিল৷এ দিন দুপুরে আচমকাই সেরকম একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বাড়িটি উড়ে যায়৷


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Horrible Explosion
নিজস্ব চিত্র

জানা গেছে, এদিন বেলার দিকে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে খাদিকুল গ্রামের ভানু বাগের বাড়ি। বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১ কিমি এলাকা কেঁপে উঠেছে বলে এলাকাবাসীরা দাবী জানিয়েছেন। এর জেরে গোটা বাড়িটিই ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। ভানু স্থানীয় তৃণমূল নেতা বলেই এলাকাবাসীর দাবী। এই ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে দেখা যায় ঘটনাস্থল থেকে অনেকটা দূরে রাস্তার ওপর একের পর এক ঝলসে যাওয়া দেহ পড়ে রয়েছে।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে সংবাদমাধ্যমে জানান, ‘‘ওড়িশা সীমানা থেকে কিছুটা দূরে একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সেখানে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন চার জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।’’

Horrible Explosion

Horrible Explosion
নিজস্ব চিত্র

এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি. বাজি কারখানা ছিল বলেই খবর পেয়েছি। পুলিশ আগেই তল্লাশি করে বন্ধ করেছিল। তারপরও লুকিয়ে চলছিল। কতজন মারা গিয়েছেন এখন বলতে পারব না। খুবই খারাপ লাগছে। প্রশাসনকে বলব কড়া হাতে দমন করতে। আমি বিধায়ক হওয়ার পর এই প্রথম এই ঘটনা। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম। পুলিশও টহলদারি করেছে। কিন্তু গোপনে হয়ত চলছিল।”

আরও পড়ুন : কুড়মিদের ‘কাপড় খুলে দেওয়ার’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের, হলুদ গামছাতে হাত লাগিয়ে দেখাক-পাল্টা কুড়মিরা

অপরদিকে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত বলেন, বোম শিল্প গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এগরা শান্তিপ্রিয় বিধানসভা। আর এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষে কোন মানুষ নেই।তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে কিছু একটা পরিকল্পনা করার জন্য বিভিন্ন জায়গায় এমন শিল্পের হদিস মিলছে। পুলিশ প্রশাসন মুখে কুলুপ লাগিয়েছে।তাছাড়া যেখানে বিজেপির শান্তি প্রিয় মিছিল মিটিং হবে পুলিশ সেখানেই কেস দেবে। আর এ সব পুলিশ দেখতে পায়না। অকর্মণ্য পুলিশ প্রশাসন, অকর্মণ্য সরকার । সারা পশ্চিমবঙ্গজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী’র দাবী, “ভানু বাগ এলাকার নামকরা তৃণমূলের নেতা। কিভাবে বাড়িতে এমন বাজি কারখানা চলছিল। পুলিশের নাকের ডগায় এভাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বোমা বন্দুকের কারখানা তৈরি হয়েছে। এই জেলায় একের পর এক খুন, বোমা বিস্ফোরণে মানুষ আতঙ্কিত।

আরও পড়ুন : আইসিএসই মেধাতালিকায় মেদিনীপুর বিদ্যাসাগর শিশু নিকেতনের মহিকা, খুশির উচ্ছ্বাস বিদ্যালয়ে

আরও পড়ুন : বিজেপির মদতেই কি কুড়মি আন্দোলন? দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক, হুঁশিয়ারি কুড়মিদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Horrible Explosion

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.