Complaints of illegal tree cutting without permission! Engine van with trees seized by police administration. The incident took place in Ghatal.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটায় ঘাটালের এক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার অনুমতি ছাড়া গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছকাটা বন্ধ করে কাটা গাছ বাজেয়াপ্ত করল প্রশাসন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ২-নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায়। আড়গোড়া এলাকার বাসিন্দা পূর্ব মুখার্জি বিনা অনুমতিতে বড় মাপের একাধিক গাছ কাটছিলেন বৃহস্পতিবার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
গাছ কাটার ক্ষেত্রে বনদপ্তর একাধিক নিয়মকানুন লাগু করেছে আগেই। সেই নিয়মের তোয়াক্কা না করে ওই ব্যক্তি রীতিমতো ঠিকাশ্রমিক লাগিয়ে একের পর এক বড় মাপের গাছ কাটাচ্ছিলেন।সেই গাছ গাড়িতে লোড হয়েও চলে যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করল প্রশাসন।শুধু তাই নয়,কাটা গাছের গুড়ি গাড়ি সমেত বাজেয়াপ্তও করা হয়।
Illegal Tree Cutting
গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল,ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ পুলিশ ও বনদপ্তরের কর্তারা।গাছের মালিক পূর্ব মুখার্জি অবশ্য স্বীকার করে নিয়েছেন বিনা অনুমতিতে গাছ কাটার কথা, অনুমতি নিতে হয় বলে তার জানা ছিল না। তিনি বলেন,নিজের বাড়ির কাজের জন্য গাছগুলি কাটা হচ্ছিল। যদিও গাছগুলি অন্যত্র বিক্রির উদ্দেশ্য ছিল,তা নিয়ে যাওয়া হচ্ছিল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ঝমঝমিয়ে শিলাবৃষ্টি- ঝোড়ো হাওয়া! স্বস্তির বৃষ্টিতে ভিজল মেদিনীপুর সহ জেলার একাধিক জায়গা
এ বিষয়ে ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল জানান,বিনা অনুমতিতে গাছগুলি কাটা হচ্ছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি গাছ কাটা হয়ে গিয়েছে, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।গাছকাটা নিয়ে এ জেলায় একাধিক অভিযোগ সামনে আসায় কড়া বার্তা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।তারপরে গাছ কাটার ক্ষেত্রে বনদপ্তর বেশ কিছু কড়া নিয়মকানুন লাগু করে।তারপরেও এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল ঘাটাল প্রশাসন।
আরও পড়ুন : বনধ-এ ‘দাদাগিরি’! মেদিনীপুর সদরে বন্ধ করা হলো বিদ্যালয়, প্রার্থনা করেও বেরিয়ে যেতে হলো ছাত্র-ছাত্রীদের
আরও পড়ুন : গুড়গুড়িপালে বজ্রপাতে পুড়ে ছাই মাঠে রাখা পাকা ধান
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Illegal Tree Cutting
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper