ওয়েব ডেস্ক,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ডিসেম্বরের শেষের দিকে গ্রামীন আবাস যোজনা নিয়ে হুলুস্থুলুস কান্ড চলেছিল গোটা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। অভিযোগ পাল্টা অভিযোগে রসগরম হয়েছিল রাজনীতি। ২০১৮ সালের সার্ভে অনুযায়ী বাড়ি প্রাপকদের তালিকা সামনে আসতেই সেই তালিকায় ভুরি ভুরি ভুয়ো নামের তথ্য প্রকাশ পেয়েছিল। তারপরেই স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল নবান্ন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
নবান্নের নির্দেশে স্বচ্ছ তালিকা তৈরি করতে কার্যত ঘুম উড়েছিল প্রশাসনিক কর্তাদের। অনিয়ম রুখতে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে গত ডিসেম্বরে। সমীক্ষার মাধ্যমে প্রকৃত বাড়ি প্রাপকদের বাড়ি দেওয়ার জন্য তৈরি হয় নতুন তালিকা। সেই তালিকা নিয়েও শাসক দল এবং প্রশাসনিক আধিকারিকদের উপর প্রশ্ন তুলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। অনেক জলঘোলার পর তৈরি হয় নতুন এক তালিকা।
সেই তালিকায় নথিভুক্ত বাড়ি প্রাপকদের মধ্যে প্রথম দফায় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মোট ১ লক্ষ ১২ হাজার বাড়ি প্রাপকদের নাম চূড়ান্ত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ,প্রথম দফায় ওই লক্ষাধিক বাড়ি প্রাপকের নামের তালিকার যাবতীয় কাজ সম্পূর্ণ করে জানুয়ারির প্রথমেই কেন্দ্রীয় পোর্টালে লোড করা হয়ে গেছে। এবার সেই তালিকা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রক প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা।কিন্তু কেন এখনও তা হয়নি সেই নিয়ে জেলা প্রশাসনের কাছে কোনও রিপোর্ট নেই।
এই জল্পনার মাঝেই কয়েকদিন আগে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা গোটা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুরেও এসেছেন আবাস যোজনার স্বচ্ছ তালিকা যাচাই করতে। ঘুরেছেন গ্রামে গ্রামে। এই সকল ঘটনা কার্যত দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছেন প্রকৃত বাড়ি প্রাপকরা। কারণ,গ্রাম স্তরে অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ যাঁদের মাথার উপর ছাদ নেই সেই সকল ব্যক্তিরা এই টাকার দিকে চাতকের মত তাকিয়ে রয়েছেন বছরের পর বছর। নানান রাজনৌতিক তর্ক বিতর্কের মাঝে হতাশ হয়েছেন তাঁরা। . কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে গত বুধবার মেদিনীপুরে এসে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকেও।
আরও পড়ুন : পঞ্চায়েত ভোটে শাসকদলের “তুরুপের তাস” লক্ষ্মীর ভাণ্ডার, ষাট বছরের পরও পাবে ১ হাজার টাকা
এ বিষয়ে ঘাটালের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি বলেন, বাংলা বঞ্চনার শিকার, কেন্দ্র চায় না বাংলার গরীব মানুষ সুবিধা পাক।তাই নানা ভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। অপরদিকে, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, তালিকায় যাদের নাম আছে তাঁদের অনেকে টাকা পাওয়ার যোগ্য নয়। সমীক্ষা সঠিক ভাবে হয়নি। তালিকায় তৃণমুলের বিরুদ্ধে স্বজনপোষনের অভিযোগ তুলে বিজেপি বিধায়ক বলেন রাজ্য সরকার স্বচ্ছ তালিকা দিলেই কেন্দ্র টাকা দিয়ে দেবে। তবে সব মিলিয়ে আবাস যোজনার টাকা কবে পাওয়া যাবে তা নিয়ে ধোঁয়াশায় সাধারণ মানুষ।
আরও পড়ুন : কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, জীবনটাকে অনলাইন করে দিচ্ছে, মেদিনীপুরে তোপ মমতার
আরও পড়ুন : মেদিনীপুরে জোড়া মসজিদে ‘মওলা পাকের’ উরস উৎসবে এলো বাংলাদেশের ট্রেন, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
PM Awas Yojana
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper