Despite the repeated directives of the Chief Minister, the work of constructing Bornoporichoy gate in Birsingha village is still elusive
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আট মাস আগে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এসে বীরসিংহ বর্ণপরিচয় গেটের কাজ কেন শুরু হয়নি তা নিয়ে কড়া মন্তব্য শোনা গেছিল মুখ্যমন্ত্রীর মুখে। কিন্তু এত দিন গড়িয়ে গেলেও সেই বর্ণপরিচয় গেটের কাজ একচুলও এগোয়নি। আট মাসের ব্যবধানে চলতি সপ্তাহের ১৬ ফেব্রুয়ারি ফের আরও একবার মেদিনীপুরের প্রশাসনিক কর্মসূচীতে আসছেন তিনি। তাঁর জেলা সফরের কথা ঘোষণা হতেই আবারও মাথা চাগাড় দিয়ে উঠেছে বীরসিংহ বর্ণপরিচয় গেট প্রসঙ্গ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এই প্রসঙ্গ ওঠার কারণ হল-গতবারের জেলা সফরে বর্ণপরিচয় গেটের কাজ শুরু না হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন পূর্তদপ্তরের উপর।প্রসঙ্গত,প্রায় তিন বছর আগে বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবর্ষে বীরসিংহে এসে নতুন করে গেট তৈরির কথা ঘোষণা করে গেছিলেন। আট মাস আগে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এসে তিনি জানতে পারেন গেট তৈরির কাজ শুরু হয়নি। তারপরেই প্রশ্ন করেন জেলাশাসক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের। সেদিন তিনি বলেছিলেন, ‘বর্ণপরিচয় গেট’ কেন হয়নি এখনও?
আরও পড়ুন : অনির্দিষ্টকালের ডাকা অবরোধ উঠল আদিবাসী সংগঠনের
বিদ্যাসাগরের জন্মদিনে এসে আমি বলে গেছিলাম, এই প্রসঙ্গে জেলা পূর্তদপ্তরের ধরা বাজেট নিয়ে অবাক হয়ে গেছিলেন তিনি। তারপরেই নতুন ডিপিআর তৈরি করে দ্রুত গেটের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের আট মাস কেটে গেলেও সেই বর্ণপরিচয় গেটের কাজ আজও শুরু হল না। এ প্রসঙ্গে জেলা তৃণমূল নেতা তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন,নতুন জেলাশাসকের সাথে এই বিষয়ে আলোচনায় বসবেন। মুখ্যমন্ত্রীর ঘোষিত এই কাজ যাতে দ্রুত শুরু হয় সেদিকে নজর দেওয়া হবে।
আরও পড়ুন : লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল, ওভার ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা
আরও পড়ুন : ঘাটালে পাগলা কুকুরের কামড়ে জখম স্কুল পড়ুয়া সহ প্রায় ২০ জন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bornoporichoy Gate
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper