Salboni
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শব্দ দূষণ রুখতে ডিজে বন্ধে পুলিশ আগেই সাবধান করেছিল পুজো উদ্যোক্তাদের। তাতেও কর্ণপাত করেনি অনেকে। এবার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিল পুলিশ। সরস্বতী প্রতিমা বিসর্জনে ডিজের দাপটে শব্দ দূষণের অভিযোগে রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে বাজেয়াপ্ত বহু ডিজে বক্স ও মেশিন। গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে শালবনী থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ডিজে বন্ধে আগে থেকেই সাবধান করা হয়েছিল পুজো উদ্যোক্তাদের। তা সত্বেও প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় শব্দ তান্ডব করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় শালবনীর দুটি ক্লাবে বিসর্জন ছিল সরস্বতী প্রতিমার।
Salboni
তাতে বিশাল ডিজে বক্স ট্রলিতে বেঁধে উচ্চস্বরে বাজছিল গান। সমস্যার সম্মুখীন হতে হয় বয়স্ক ও অসুস্থ মানুষজনদের। অভিযোগ পেয়ে হানা দেয় শালবনী থানার পুলিশ। বাজেয়াপ্ত করে সমস্ত ডিজে বক্স ও মেশিনগুলি। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। সোমবার তাদের আদালতে তোলা হয় বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন : হাতি দেখতে গিয়ে মেদিনীপুর সদরে হাতির হানায় গুরুতর জখম এক ব্যক্তি
আরও পড়ুন : বেহাল রাস্তায় পড়ে মৃত্যু পথচারীর! ঘাটালে টানা দু’ঘন্টা পথ অবরোধ এলাকাবাসীর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Salboni
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper