ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গলমহল এলাকায় ভুয়ো আতঙ্ক তৈরির চেষ্টা বানচাল করল পুলিশ। বিভিন্ন এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার ছড়ানোর চক্রান্ত। তার আগেই মাওবাদী পোস্টার প্রিন্ট ও কার্যকলাপে যুক্ত থাকার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল গুড়গুড়িপাল থানার পুলিশ। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বাজেয়াপ্ত করেছে পোস্টার প্রিন্টের কম্পিউটার ও প্রিন্টার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিভিন্ন এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। সেই পোস্টার কম্পিউটার প্রিন্ট। উদ্ধারের পরেই তদন্তে নামে পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় চাঁদড়া এলাকায় একটি কম্পিউটার দোকানে হানা দেয়। সেখানে গিয়ে দেখতে পান মাওবাদী নামাঙ্কিত এমন অনেক পোস্টার প্রিন্ট হয়ে রয়েছে।
Maoist Poster
কম্পিউটারে সঞ্চিত রয়েছে সেই পোস্টারের ড্রাফট কপি। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে কম্পিউটার বাজেয়াপ্ত করে। ওই যুবকের নাম অভিজিৎ মাহাত। বাড়ি চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের ঢড়রাশোলে। তার সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তারও খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই বিষয়ে তারা কিছুই জানতেন না। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে।
আরও পড়ুন : শালবনীতে দাঁতালের কবল থেকে প্রাণ বাঁচিয়ে ফিরলেন বাবা ও ছেলে
আরও পড়ুন : আরপিএফ-এর জুলুমের প্রতিবাদে হকার দিবসে বিক্ষোভ খড়্গপুর ডিআরএম দপ্তরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Maoist Poster
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper