Paschim Medinipur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাইক চালানো শিখতে গিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা।ঘটনায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার, অন্যদিকে গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অপর এক স্কুল পড়ুয়া । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার গড়প্রতাপনগর এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
জানা যায় ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড চাউলী এলাকার দুই স্কুল পড়ুয়া শুভজিৎ সামন্ত (১৪ ) এবং সুরোজ হাড়া ( ১৫) দুই বন্ধু মিলে বুধবার রাতে একটি বাইকে করে চাউলীর দিক থেকে আসার সময় ঘাটাল পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড গড়প্রতাপনগর এলাকায় রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে দুই স্কুল পড়ুয়া।
Paschim Medinipur
ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সুরোজ হাড়ার এবং দুর্ঘটনায় গুরুতর জখম হয় শুভজিৎ সামন্ত । স্থানীয়রা খবর দেয় ঘাটাল থানায়।ঘাটাল থানার পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় তাদের দুজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক সুরোজ হাড়াকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : রাজ্যস্তরীয় Abacus প্রতিযোগিতায় সেরার তালিকায় মেদিনীপুর আর ডি একাডেমির ৭ পড়ুয়া
অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে স্কুল পড়ুয়া শুভজিৎ সামন্ত।তারা দুজনেই ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র। মৃত সুরোজ হাড়া ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের দশম শ্রেণীর ( মাধ্যমিক) ছাত্র এবং গুরুতর জখম শুভজিৎ সামন্ত ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন : মেদিনীপুরে ঘুড়ির সিন্থেটিক মাঞ্জা সুতোর বিরুদ্ধে অভিযান পুলিশ ও মেদিনীপুর পৌরসভার
আরও পড়ুন : হাতির গতিপথে বাধা! ভাঙল বাড়ি, মৃত্যু গবাদি পশুর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper