ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘুমন্ত মায়ের কোল থেকে উধাও শিশু। দীর্ঘ খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার হল মৃতদেহ।এই মৃত্যুকে নিয়ে ঘনিয়েছে রহস্য, দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট এলাকায়। জানা যায়, ২৪ পরগনার বনগাঁ এলাকার বাসিন্দা রতন সিকদার ও তার স্ত্রী রাখি সিকদার তাদের দুই সন্তানকে নিয়ে দাসপুরের চাঁইপাটে ভাড়া বাড়িতে থাকতেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পেশাগত কারণে ভিন দেশে থাকে রতন(পেশায় সোনার কারিগর)।তাদের দুই সন্তানের এক সন্তান বছর ছয়েকের রাজ সিকদার প্রতিবন্ধী ,হাঁটাচলা করতে পারেনা। বৃহস্পতিবার দুপুরে রাজের মৃতদেহ উদ্ধার হল বাড়ি লাগোয়া পুকুর থেকে।স্থানীয় সূত্রে জানা যায় চাঁইপাটের শিবু জানার দোতলা বাড়িতে ভাড়ায় থাকতেন রাখি ও তাঁর দুই সন্তান।বুধবার রাত্রি ৮ টা নাগাদ রাখি তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন।
আরও পড়ুন : পর্যটকদের জন্য সুখবর! চালু হচ্ছে দিঘা-পাঁশকুড়া মেমু স্পেশাল ট্রেন
কিছুক্ষণ বাদে ঘুম ভাঙতে রাখি দেখেন তাঁর বিছানার পাশে রাজ নেই। রাতেই অনেক খোঁজাখুঁজি হয় কিন্তু সন্ধান মেলেনি। খবর দেওয়া হয় দাসপুর থানায়।অবশেষে ভাড়া বাড়ি লাগোয়া এক পুকুর থেকে বৃহস্পতিবার দুপুর নাগাদ জাল ফেলে রাজের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মানুষজন। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য।দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তে।
আরও পড়ুন : পথচারীদের বাঁচাতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় ক্ষতিগ্রস্ত বন দফতরের ঐরাবত গাড়ি
আরও পড়ুন : বেআইনিভাবে গাছ কেটে বাড়িতে মজুত, বাজেয়াপ্ত করল বন দপ্তর ও বন সুরক্ষা কমিটি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Daspur
– Biplabi Sabyasachi Largest Bengali