ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অস্থায়ী কর্মীদের বেতন কাটাকে কেন্দ্র করে চরম উত্তেজনা মেদিনীপুর পৌরসভার সামনে। মেদিনীপুর পৌরসভার বিভিন্ন প্রকল্পের জন্য নেওয়া কর্মীদের দৈনিক কুড়ি টাকা করে বেতন কাটা হচ্ছে বলে অভিযোগ কর্মীদের। তারই প্রতিবাদের সোমবার সকাল থেকে পৌরসভার সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভ কর্মীদের। তা থেকেই ছাড়ায় উত্তেজনা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
উত্তেজিত কর্মীরা ভেঙে ফেলে পৌরসভার বন্ধ রাখা লোহার গেট। ধুন্ধুমার কান্ড বেধে গেলে সামলাতে ছুটে আসে কোতোয়ালী থানার পুলিশ। জানা গিয়েছে, পৌরসভার অস্থায়ী কর্মীদের একটা সময় প্রতিদিনকার বেতন ২২৬ টাকা করে দেওয়া হতো। বর্তমানে দু’মাস ধরে চব্বিশ টাকা করে বেতন কেটে নেওয়া হয়। এরই প্রতিবাদে সামিল হয়েছে পৌরসভার কয়েকশো অস্থায়ী কর্মী। গত তিনদিন আগেও কর্মবিরতি বিক্ষোভ দেখিয়েছিল।
Midnapore Municipality
সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে ফের বিক্ষোভ পৌরসভার সামনে। বোঝানোর চেষ্টা করলেও উত্তেজিত কর্মীরা ভেঙে দেয় পৌরসভার লোহার একটি গেট। পৌরসভার কাউন্সিলর ইনচার্জ অসীম মুখার্জি বলেন, “আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম অনেক। কিন্তু শ্রমিক সংগঠনের নেতা তপন মুখার্জীর প্ররোচনায় একদল কর্মী ভাঙচুর তাণ্ডব শুরু করে। হেনস্থা করা হয় সকলকে। আমরা কর্মীদের সঙ্গে সহমর্মী কিন্তু একদল লোক তাণ্ডব করছে।”
আরও পড়ুন : মহিলার শ্লীলতাহানির অভিযোগ গুড়গুড়িপাল থানা এলাকায়, অভিযুক্ত পলাতক
অন্যদিকে শ্রমিক সংগঠনের নেতা তপন মুখার্জীর দাবি করেন, “বেআইনিভাবে সুডার নির্দেশে গত দু’মাস ধরে কর্মীদের বেতন কাটা হচ্ছে। আমরা এর প্রতিবাদ করেছি এবং পুরনো টাকা দাবি করেছি। তা নিয়ে আন্দোলন হচ্ছিল। কিন্তু পৌরসভার কাউন্সিলরদের একটা অংশ আমাদের আন্দোলনের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে। তাদের কারণে উত্তেজনা বেড়েছে। ওরা আমাদের ন্যায্য আন্দোলন ও দাবীকে ভাঙার চেষ্টা করছে।” উত্তেজনা চরমে পৌঁছালে সামাল দিতে হয় কোতোয়ালী থানার পুলিশকে। দীর্ঘ সময় লাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
আরও পড়ুন : রাত পোহালেই কাঁথিতে হাইভোল্টেজ জনসভা অভিষেকের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali