Water Problem
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ঝাড়গ্রামে মিটল জলের সমস্যা। এলাকায় পৌঁছেলেন সরকারি আধিকারিকরাও। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ২৪ ঘণ্টাও কাটেনি। ঝাড়গ্রামের দুই গ্রামে তাঁর মধ্যেই মিটল জলের সমস্যা। ঝাড়গ্রামের শিলদার মালাবতী ও কুরচিবনি গ্রামে প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা করতে উপস্থিত হয়েছেন সরকারি আধিকারিকরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বুধবার ঝাড়গ্রাম থেকে রওনা দেওয়ার আগে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ২০২৪ সালের মধ্যেই ঘরে ঘরে পৌঁছে যাবে জল। এরপরে তিনি কুরচিবনি গ্রামে গিয়েছিলেন। সেখানেই কুরচিবনি এবং মালাবতী গ্রামের মানুষেরা তাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন পানীয় জলের সমস্যা নিয়ে। মমতা আশ্বাস দিয়েছিলেন, দ্রুত সমস্যার সমাধান করা হবে।
Water Problem
আরও পড়ুন : অর্পিতা গ্রেফতার হলে দিলীপ ঘোষ নয় কেন! জঙ্গলমহলে মন্তব্য মমতার
বুধবার ফেরার সময় মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে জেলাশাসক ও পুলিশ সুপারের বৈঠক হয়েছে। ইতিমধ্যেই কুরচিবনি এবং মালাবতী গ্রামে পৌঁছে গিয়েছেন সরকারি আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব বলে দিয়েছেন তিনি। ‘জল আজকেই পেয়ে যাবে’। তবে গত মঙ্গলবারে গ্রামবাসীদের একাংশের অভিযোগ ছিল, বাড়ি তৈরি নিয়েও। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের সরকার ১০০ দিনের কাজ, ঘর, রাস্তার তহবিল আটকে রাখছে।
আরও পড়ুন : বকেয়া বেতনের দাবিতে ঘাটাল মহকুমা হাসপাতালে অবস্থান বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
অভিযোগ তুলে বলেন, কেন্দ্র আগে বলেছিল আলাদা আলাদা কর নয়। একটাই কর হবে জিএসটি। তা বলে রাজ্য থেকে টাকা তুলছে বিজেপি শাসিত কেন্দ্র কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখছে। সেই জন্যই সমস্ত কাজে সমস্যা হচ্ছে। তীব্র আক্রমণ করে বলেন, ভোট, বাজে কথা নিয়েই এরা (বিজেপি) ব্যস্ত কিন্তু উন্নয়নে নজর দেয় না।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Water Problem
– Biplabi Sabyasachi Largest Bengali