Home » Telia Bhola Fish : ফের দিঘা মোহনায় তেলিয়া ভোলা! দাম উঠল আকাশছোঁয়া

Telia Bhola Fish : ফের দিঘা মোহনায় তেলিয়া ভোলা! দাম উঠল আকাশছোঁয়া

by Biplabi Sabyasachi
0 comments

Telia Bhola Fish

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিশালাকার এই তেলিয়া ভোলার দাম উঠেছে আকাশছোঁয়া৷ মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কাঁথির ট্রলার মালিক বিবেক করনের “ধরনী” নামক একটি ট্রলারে উঠে মাছটি। মাছটির ওজন ৩৬ কেজি। বর্ষার মরসুমে ইলিশ ধরার হিড়িক পড়ে যায়৷ সেসময়ই নাকি মৎস্যজাবীদের জালে ধরা দেয় জলের রূপালি শস্যটি৷ তখনই মৎস্যজীবীদের ।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Telia Bhola Fish
নিজস্ব চিত্র

তবে সময়ও যে জলধি তাদের নিরাশ করে না, তারও প্রমাণ মিলল শনিবার৷ এদিন পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় উঠল একটি বৃহৎ আকৃতির তেলিয়া ভোলা৷ বিশালাকার এই তেলিয়া ভোলার দাম উঠেছে আকাশছোঁয়া৷ জানা গিয়েছে, এদিন সকালে কাঁথির ট্রলার মালিক বিবেক করনের “ধরনী” নামক একটি ট্রলারে উঠে মাছটি। মাছটির ওজন ৩৬ কেজি। মৎস্যজীবীরা বিশালাকার তেলিয়া ভোলা মাছ দিঘা মোহনায় নামাতেই সেগুলি দেখতে মৎস্যজীবী থেকে উৎসুক পর্যটকদের ভিড় জমে যায়।

আরও পড়ুন : লক্ষ্য পঞ্চায়েত ভোট, ময়দানে শাসক বিরোধী দুই শিবির

তারপর সকালেই সবকটি মাছ দিঘা মোহনা মৎস্য আড়তে নিয়ে আসা হয়। এবিষয়ে কাঁথির ট্রলার মালিক বিবেক করন বলেন, ‘‘মাছটির ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম৷ দাম প্রতি কিলো ৭৫৫০৷ এটা মাদি বলে দামটা কম, নর হলে আরও বেশি হত৷ এই মাছের পেটে পটকা থাকে, সেটা ওষুধ তৈরির কাজে লাগে বলে শুনেছি৷’’ সাধারণত গভীর সমুদ্রে এই মাছ পাওয়া যায় বলে জানান তিনি৷ এই মাছ পাওয়ায় তিনি যে খুশি তাও জানান ট্রলার মালিক৷

আরও পড়ুন : মেদিনীপুর সদরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আদালতের দ্বারস্থ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Telia Bhola Fish

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.