ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মঞ্চের ছাউনি ভেঙে বিপত্তি। মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর পাড়ে ডিএভি ঘাট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত ছট পূজার অনুষ্ঠান মঞ্চের ছাউনি ভেঙে পড়ল জেলা শাসক বক্তব্য রাখার সময়েই। সেই মুহূর্তে মঞ্চে জেলা শাসক আয়েশা রানী ছাড়াও পুলিশ সুপার দীনেশ কুমার, বিধায়ক জুন মালিয়া সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
দ্রুত নিরাপত্তা রক্ষীরা আধিকারিকদের উদ্ধার করেন। তবে মঞ্চের পাশে থাকা দু’জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। কংসাবতী নদীর ডিএভি ঘাট এলাকাতে রবিবার বিকেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন, জেলা শাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার বিধায়ক জুন মালিয়া সহ বিভিন্ন আধিকারিক।
অনুষ্ঠান শুরুর আগে ছট পুজোতে শামিল লোকজনের সঙ্গে মিশে নদীপক্ষে পূজ দেন জেলা শাসক, বিধায়ক সকলেই। এরপরে অনুষ্ঠান মঞ্চে উঠে বক্তব্য রাখছিলেন জেলা শাসক। তখনই হুড়মুড় করে মঞ্চের উপরের ছাউনি ভেঙে পড়ে তাদের ওপর। চাপা পড়ে যান মঞ্চে থাকা সকলেই। দ্রুত সকলকে উদ্ধার করে নিরাপত্তারক্ষী ও আধিকারিকরা। ঘটনার পর দেখা যায় মঞ্চের পাশে থাকা এক মহিলা সহ আরও একজন জখম হয়েছেন। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।