Dudhkomra Gram Panchayat : দুদিন পরেই গ্রাম পঞ্চায়েতের অডিট। তার আগে গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে বস্তাবন্দি ফাইলপত্র বার করে নষ্ট করার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুধকোমরা গ্রাম পঞ্চায়েতে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দুদিন পরেই গ্রাম পঞ্চায়েতের অডিট। তার আগে গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে বস্তাবন্দি ফাইলপত্র বার করে নষ্ট করার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুধকোমরা গ্রাম পঞ্চায়েতে।
আরও পড়ুন : ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত, ক্ষতি পূরণের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ
জানা যায় তৃণমূল পরিচালিত দাসপুর ২ নম্বর ব্লকের দুধকোমরা গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে বুধবার সকালে কয়েকজন কর্মী (Daily Labour) পঞ্চায়েত থেকে বেশ কিছু ফাইলপত্র বস্তাবন্দী করে অন্যত্রে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে আর তা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গ্রামের কিছু মানুষজন ও এলাকার সিপিএম কর্মী সমর্থকরা।
আরও পড়ুন : ‘ বিস্ফোরণের পরেও বেঁচে ছিল নিহত নাবালক !’ পাঁশকুড়ায় বাজি কারখানা বিস্ফোরণ কান্ডে চাঞ্চল্যকর অভিযোগ
Dudhkomra Gram Panchayat
আরও পড়ুন : পাশবই দেখেই মাথায় হাত! দাসপুরে রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ক -গ্রাহকের টাকা তছরুপের অভিযোগ
তারা ফাইলগুলি আগুন ধরিয়ে নষ্ট করার হাত থেকে রক্ষা করে। তাদের দাবি” কয়েকদিন পরেই গ্রাম পঞ্চায়েতে অডিট হওয়ার কথা হঠাৎ করে আজ সকালে আমরা জানতে পারলাম যে গ্রাম পঞ্চায়েতের ভেতর থেকে বেশ কয়েকজন কর্মী বস্তাবন্দি ফাইলপত্র নিয়ে গিয়ে অন্যত্রে নষ্ট করার চেষ্টা করছে তা আমরা আটকে দিয়েছি। আমাদের অভিযোগ কিভাবে গ্রাম পঞ্চায়েতের ভিতর থেকে বের করে এইভাবে পুড়িয়ে নষ্ট করতে পারে গুরুত্বপূর্ণ কাগজ পত্র।
আরও পড়ুন : করোনা আবহ কাটিয়ে পশ্চিম মেদিনীপুরে ফের চালু হল বৃত্তি পরীক্ষা
আরও পড়ুন : পাঁশকুড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত এক স্কুল ছাত্র সহ ২
বিশেষ করে সকাল বেলায় গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা অফিসে না থাকায় এই অনুমতি দেওয়া হল কি ভাবে।এতেই শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।ইতিমধ্যেই বিষয়টিকে নিয়ে সিপিএমের তরফ থেকে জানানো হয়েছে দাসপুর ২ নম্বর ব্লকের বিডিওকে।যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক পাত্র বলেন” পঞ্চায়েত কার্যালয়ের অপ্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র গুলি নষ্ট করা হচ্ছিল, এটাকে নিয়ে সিপিএম রাজনীতি করছে।”
আরও পড়ুন : ঝাড়গ্রামে হাতিদের ঠেকাতে কুনকি হাতি! উত্তরবঙ্গ থেকে আনা হল ‘শম্ভু’ ও ‘মিনাক্ষী’-কে
আরও পড়ুন : লক্ষ্মীপুজোর দিনেই সন্তানের ভালো সঙ্গীর কামনায় সুবর্ণরেখার দুই তীরে পালন ‘আভড়াপুণেই’
এ বিষয়ে দাসপুর ২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন” বিষয়টি শুনেছি, অফিসের কর্মীরা গিয়ে দেখে এসেছে ফাইলগুলি গুরুত্ব নেই, তাই সেগুলিকে নষ্ট করা হচ্ছিল।”তবে যাই হোক পুরো বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে দাসপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন : উমার বিদায়! পুজোর কার্নিভালে মেতে উঠলেন মেদিনীপুরবাসী
আরও পড়ুন : লক্ষ্মীপুজোর দিনেই সন্তানের ভালো সঙ্গীর কামনায় সুবর্ণরেখার দুই তীরে পালন ‘আভড়াপুণেই’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dudhkomra Gram Panchayat
– Biplabi Sabyasachi Largest Bengali