ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পাঁশকুড়ার পূর্ব চিল্কার সাধুয়াপোতা গ্রামে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক স্কুল ছাত্র সহ দুজনের। ভেঙে পড়ে বাড়ির একাংশ।গুরুতর আহত একাধিক। পূর্ব মেদিনীপুরের সাধুয়াপ্যোতার বাসিন্দা দীর্ঘদিন ধরেই নিজের বাড়িতে বাজি তৈরি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়,শ্রীকান্ত ভক্তা নামে এক ব্যক্তির বাড়িতে বাজি তৈরির কারখানা ছিল।বাড়ির সদস্য সহ একাধিক গ্ৰামের ছেলেও ওইখানে কাজ করত। সেইমতো মঙ্গলবার কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকাল দশটা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম। পরে এলাকাবাসী জানতে পারে ওই শ্রীকান্ত ভক্তার বাড়িতে বিস্ফোরণ হয়। এলাকাবাসীরা এসে দেখেন ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই বাড়ির মহিলা।
Panskura Blast
ছিন্নভিন্ন হয়ে রয়েছে দেহ এবং পাশের বাড়ির প্রদীপ সামন্তের শরীরের বিভিন্ন অংশ পড়ে থাকে এলাকার বিভিন্ন জায়গায়।এবং শরীরের বাকি অংশ খুঁজে পাননি এলাকাবাসীরা।এরপর আহত মহিলা অর্থাৎ স্বর্ণময়ী ভক্তাকে তমলুকে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মারা যান তিনি। ওই মূহুর্তে নিঁখোজ ছিলেন বাড়ির বাকি সদস্যরা ও মালিক । খবর দেওয়া হয় পাঁশকুড়া থানায়।
আরও পড়ুন : ঝাড়গ্রামে হাতিদের ঠেকাতে কুনকি হাতি! উত্তরবঙ্গ থেকে আনা হল ‘শম্ভু’ ও ‘মিনাক্ষী’-কে
আরও পড়ুন : লক্ষ্মীপুজোর দিনেই সন্তানের ভালো সঙ্গীর কামনায় সুবর্ণরেখার দুই তীরে পালন ‘আভড়াপুণেই’
পাঁশকুড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। এরপর ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার বিডিও ও তমলুকের এসডিপিও আবু আলী বক্কর টিটি। ঘটনাস্থল থেকে পাঁশকুড়া থানার পুলিশ বিভিন্ন ধরনের মশলা ও বোমা বাজেয়াপ্ত করে। বিস্ফোরনে আগুন ধরে যায় বাড়ির পাশে থাকা সাইকেল সহ বিভিন্ন সরঞ্জামে।
এই ঘটনায় মৃত গৃহকর্তার স্ত্রী স্বর্ণলতা ভোক্তার দেহ তমলুক জেলা হাসপাতালে পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন এক কিশোর । সন্ধে নাগাদ বিস্ফোরণ হওয়া ওই বাড়ির পাশেই একটি পুকুরে ডুবুরী নামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এবং সেখান থেকেই উদ্ধার হয় ওই কিশোরের মৃতদেহ। মৃত কিশোরের নাম শম্ভু ( প্রদীপ) সামন্ত, মৃত কিশোর নবম শ্রেণীর ছাত্র।
আরও পড়ুন : উমার বিদায়! পুজোর কার্নিভালে মেতে উঠলেন মেদিনীপুরবাসী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Panskura Blast
– Biplabi Sabyasachi Largest Bengali