ISC Result 2022 : প্রকাশিত হল ISC বোর্ড পরীক্ষার দ্বাদশ শ্রেণীর ফলাফল। এই পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন ১৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছ’জনই পশ্চিমবঙ্গের। তিন জন কলকাতার। মোট ৯৬ হাজার ৯৪০ জন ছাত্র ছাত্রী ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশেন (আইএসসি) পরীক্ষায় বসেছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রকাশিত হল ISC বোর্ড পরীক্ষার দ্বাদশ শ্রেণীর ফলাফল। এই পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন ১৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছ’জনই পশ্চিমবঙ্গের। তিন জন কলকাতার। মোট ৯৬ হাজার ৯৪০ জন ছাত্র ছাত্রী ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশেন (আইএসসি) পরীক্ষায় বসেছিলেন। যার মধ্যে এই রাজ্য অর্থাত্ পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিয়েছিলেন ২৭ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী।
এবার মেদিনীপুর (Medinipur) শহরের রয়েল একাডেমি-র (Royal Academy) নজর কাড়া সাফল্য করে তাক লাগল ছাত্র-ছাত্রীরা। ৯৮.২৫ শতাংশ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছে সূর্য শঙ্কর রায় (English-99, Bengali-96, Mathematics-98, Physics-94, Chemistry-92, Biology-100)। ৯৭.৭৫ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মোনালিসা রায় ও সুচরিতা পট্টনায়েক। ৯৪.৫ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে আরাত্রিকা দাস।
এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের এমন নজর কাড়া ফলাফলে তাদের শুভেচ্ছা জানান। প্রধান শিক্ষক সত্যব্রত দোলই জানান, ‘খুব ভালো লাগছে ISC বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ছাত্রছাত্রীরা এত সুন্দর ফলাফল করতে পেরেছে।এবারের পরীক্ষায় মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাশ করেছে। তাদের পাশাপাশি আমার বিদ্যালয়ের সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই’।
আরও পড়ুন : সুন্দরবনের মানুষজনের জীবন সংগ্রাম নিয়ে বই লিখলেন মেদিনীপুরের বনকর্তা
প্রসঙ্গত আইএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ রাজ্যে ৯৯.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। যেখানে দেশের পাশের হার ৯৯.৩৮ শতাংশ। তবে দেশ এবং রাজ্য উভয় ক্ষেত্রেই পাশের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন ছাত্রদের থেকে। যাঁরা প্রথম হয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৯। শতাংশের হিসেবে ৯৯.৭৫।
পশ্চিমবঙ্গে যে ছ’জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন তাঁদের নাম, মহম্মদ আর্শ মুস্তাফা (দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল, কলকাতা), প্রতীতি মজুমদার (সল্টলেক স্কুল, কলকাতা), অপূর্ব কাশিশ (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা), পৃথ্বীজ মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি), নিখিলকুমার প্রসাদ (সানশাইন স্কুল, বীরপাড়া, আলিপুরদুয়ার) এবং অভিষেক বিশ্বাস (সেন্ট ক্ল্যারেট স্কুল, দেবপুকুর, উত্তর ২৪ পরগনা)।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
ISC Result 2022
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore