ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এবার পুলিশ আধিকারিকের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বন্ধুদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠল। এর আগে শিক্ষক ও নেতাদের নামে এমন ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। খড়্গপুর টাউন থানার পুলিশ আধিকারিক এসআই তাপস মহান্তির নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠেছে।
ইতিমধ্যেই বন্ধুদের ‘রিকোয়েস্ট’ পাঠিয়ে মেসেঞ্জারে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। জানতে পেরেই পুলিশ আধিকারিক ফেসবুকে পাল্টা পোস্ট করে বন্ধুদের জানিয়ে দেন। লেখেন ‘সাইবার ক্রিমিনালরা আমার নাম করে আমার চেনা মানুষের কাছে টাকার আবদার করছে।’ পুলিশ আধিকারিকের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। তার বন্ধুরা জানাচ্ছেন, এক একজনকে ষাট হাজার টাকা পর্যন্ত চাওয়া হয়েছে।
অনেকের বক্তব্য, সাইবার ক্রাইম থেকে পুলিশও নিরাপদ নয়। সাধারণ মানুষ তো স্বাভাবিকভাবেই ফাঁদে পড়তে পারে। যদিও বিষয়টি জানার পর ওই পুলিশ আধিকারিক বন্ধুদের সাবধান করে পোস্ট দেন ও শুক্রবার সাইবার সেলেও অভিযোগ দায়ের করেন। তিনি লিখেছেন,’ সাইবার অপরাধীদের শাস্তির ব্যবস্থা করছি। তাদের ফাঁদে পড়বেন না।” পুলিশের একটি সূত্রের মত, আকছার এমন ঘটনা ঘটছে। সচেতন থাকতে হবে মানুষকে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fake Facebook Account
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore