ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘরছাড়ারা ঘরে ফেরার আর্জি জানাল পুলিশে। পুলিশের তৎপরতায় মঙ্গলবার নারায়ণগড়ের মকরামপুর পঞ্চায়েতের সিতলি এলাকার বেশ কয়েকটি পরিবার ঘরে ফিরলেও ফের হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলছেন তারা। বুধবার বিডিওকে লিখিত অভিযোগ জানালেন ঘরছাড়ারা।
বিধানসভা নির্বাচনের পর থেকেই মারধর, বাড়ি, দোকান ভাঙচুর, হুমকির জেরে ঘরছাড়া ছিলেন নারায়ণগড়ের মকরামপুর পঞ্চায়েতের সিতলি এলাকার প্রায় সাতটি পরিবার। পরিবারগুলি চাষবাসের আগে বাড়ি ফিরতে চেয়ে আবেদন জানিয়েছিল পুলিশে। সেই মতো প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরেছেন তারা। মঙ্গলবার বাড়ি ফেরার পরেও হুমকির মধ্যে পড়তে হয় তাদের। অভিযোগ উঠেছে এমনটাই।
কেন তৃণমূল নেতৃত্বের অনুমতি না নিয়ে বাড়ি ফিরেছেন ! এ নিয়ে হুমকির মধ্যেও পড়তে হচ্ছে তাদের। অভিযোগ ঘরছাড়াদের। বিডিও অফিসে এদিন পরিবারগুলির একাধিক সদস্যরা দরবার করেন। তাদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকে তারা অঞ্চল তৃণমূলের নেতৃত্বদের খারাপ আচরণ, মারধর, হুমকির জেরে তাদের ঘরছাড়া হতে হয়েছে। কোনও ভাবেই বাড়ি ফিরতে পারছিলেন না।
ফলে বিভিন্ন স্টেশন-সহ একাধিক এলাকায় পরিবারের স্ত্রী, ছেলেমেয়েদের নিয়ে জীবন যাপন করতে হয়েছে। সিতলি এলাকার নন্দলাল প্রামাণিক, অরুণ ভক্তা, হারু কোটাল, শুভঙ্কর প্রামাণিক, নিমাই কোটাল, দেবু কোটাল, হরিপদ মল্লিকদের একই অভিযোগ। বেশিরভাগ লোধা পরিবার। কোথায় থাকতেন ? তারা জানাচ্ছেন, খড়্গপুর, ওড়িশা-সহ একাধিক স্টেশনে যাযাবরের মতো থাকতে হয়েছে।
স্ত্রী, সন্তানদের নিয়ে অসহায়ভাবে দিন কাটাতে হয়েছে। মঙ্গলবার নারায়ণগড় থানার পুলিশের হস্তক্ষেপে বাড়ির ফেরার পরেও হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও বুধবার বিডিওর কাছে দরবার করে সহযোগিতা চাওয়া হয়। যদিও এদিন বিডিওর সঙ্গে দেখা করতে দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছে। সে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
অরুণ ভক্তা, নন্দলাল প্রামাণিক বলেন,”ছেলেমেয়ে, স্ত্রী নিয়ে দীর্ঘদিন ভয়ে বাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমরা বাড়ি ফিরে সুষ্ঠুভাবে থাকতে চাই। প্রশাসন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক।” যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন পরিবারগুলি সেই লক্ষ্মী শীটের বক্তব্য,”এরা সবাই বিজেপি করে। মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। কোথাও কিছু বন্ধ নেই। তৃণমূলের জমানায় এসব নেই। বিজেপির কেউ কেউ ইন্ধন দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে এইসব করাচ্ছে।”
যদিও বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরীশংকর অধিকারী বলেন,”ভোট পরবর্তী হিংসার জেরে তৃণমূলের অত্যাচারে বিরোধী দলের অনেকেই ঘরছাড়া হয়েছেন। তৃণমূলের এটাই রাজনীতি। এর সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকাও একপ্রকার নির্বিকার।” নারায়ণগড় বিডিও কৃশানু রায় বলেন,”বিষয়টি পুলিশ দেখছে। আমাদের কাছে সহযোগিতার জন্য কয়েকটি পরিবার এসেছিল। আমরা সহযোগিতা করেছি।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore