ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেরিন ড্রাইভ আসা কলকাতা সহ ভিন রাজ্যে পর্যটকদের গাড়ি আজকে তোলা তোলার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। কিন্তু সক্রিয় পুলিশ প্রশাসন। মেরিন ড্রাইভে গাড়ি আটকে পর্যটকদের কাছ থেকে জোর পূর্বক টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দিঘা মোহনা থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দিঘা মোহনা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক নিতাই দাস। তার বাড়ি দিঘা মোহনা থানার ঘোরসাই এলাকার বাসিন্দা। সোমবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা মোহনা থানার পুলিশ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভ। পুরোপুরি কাজ সম্পূর্ণ না হলেও পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের মেরিন ড্রাইভ আনাগোনা হচ্ছে। কাঁথি থেকে মান্দারমণি হয়ে দিঘা পৌঁছাবেন পর্যটকেরা।
গাড়িতে বসে বসেই সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে দেখতে দেখতে দিঘাতে হাজির হবেন পর্যটকেরা। অপরূপ দৃশ্য দেখতে আগেভাগেই কলকাতা সহ ভিন রাজ্য থেকে পর্যটকেরা মেরিন ড্রাইভ ভীড় জমিয়েছেন। কিন্তু তাতেও থেমে নেই কিছু অসাধু কতিপয় যুবক। পর্যটকদের গাড়ি আটকে রাজ্য সরকারের করের টাকা দাবি করে মোটা অঙ্কের টাকা তুলছিল কৃতিপয় যুবক বলে অভিযোগ। এমনই অভিযোগ আসছিল দিঘা মোহনা থানায়।
ওসি অমিত দেবের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সাদা পোশাকে অভিযান চালায়। এরপর পর্যটকদের গাড়ি আটকের টাকা তোলার সময় হাতেনাতে এক যুবককে পাকড়াও করে। সঙ্গে থাকা আরও দুই যুবক সেখান থেকে পালিয়ে যায়। দিঘা মোহনা থানার ওসি অমিত দেব বলেন, “মেরিন ড্রাইভ পর্যটকদের গাড়ি আটকে টাকা তুলছিল এমনই অভিযোগ আসছিল। অভিযান চালিয়ে এক যুবককে পাকড়াও করা হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Digha Marine Drive
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore