ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর সদরে বালি চুরি করতে এসে ধরা পড়ল 6টি ট্রাক্টর। ঘটনাটি মেদিনীপুর সদরের গোয়ালডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে ঝাড়গ্রামের মানিকপাড়ার দিক থেকে রাতের অন্ধকারে মেদিনীপুর সদর এরিয়ার কংসাবতী নদী থেকে বেআইনিভাবে বালি তুলছিল ট্রাক্টরগুলি।
তা হাতেনাতে আটক করল গুড়গুড়িপাল থানার পুলিশ। মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানা এলাকায় লিজ শেষ হওয়ায় বন্ধ বহু সরকারি খাদান। হাতে গোনা কয়েকটি চলছে। চাহিদা রয়েছে বালিরও। স্থানীয়রা জানিয়েছেন, মানিকপাড়ার দিক থেকে ট্রাক্টরগুলি এর আগেও কখনো গ্রীষ্মের ভরদুপুরে, কখনো রাতের অন্ধকারে বালি তুলছিল। পুলিশ নজরদারি চালালে কিছু দিন বন্ধ ছিল। এদিন ফের বালি তোলার চেষ্টা করলে ধরে ফেলে পুলিশ। সূত্রের খবর, বেআইনিভাবে বালি তোলার খবর পেয়ে ওই এলাকায় সিভিল ড্রেসে পুলিশ মোতায়েন করে গুড়গুড়িপাল থানা। রাতেও চলে নজরদারি। সাধারণ পোষাকে থাকায় ট্রাক্টর চালকরা বুঝতে না পেরে নেমে পড়ে নদীতে বালি তুলতে। তা দেখে গুড়গুড়িপাল থানায় খবর গেলে ওসি শুভঙ্কর রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে ট্রাক্টরগুলি আটক করে। তবে পুলিশকে দেখে ট্রাক্টর চালকরা পালিয়ে যায়। আটক ৬ টি ট্রাক্টর নিয়ে আসে গুড়গুড়িপাল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, কংসাবতী নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করেছিল ওই ট্রাক্টরগুলি। আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।