Tree Smuggling : মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গল থেকে বহু শাল গাছ কেটে পাচারের ঘটনায় ধৃত এক যুবক। পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম জিতেন মাহাতো। বৃহস্পতিবার ভোরে জিতেন মাহাতোকে গ্রেফতার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। বন দফতরের কেউ যুক্ত রয়েছে কিনা তারও তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গল থেকে বহু শাল গাছ কেটে পাচারের ঘটনায় ধৃত এক যুবক। পুলিশ জানিয়েছে ওই যুবকের নাম জিতেন মাহাতো। বাড়ি শালবনীর ভীমপুর গ্রাম পঞ্চায়েতের সখীশোল এলাকায়। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়, শালবনী, চাঁদড়া সহ বিভিন্ন এলাকার জঙ্গল থেকে বহু শালগাছ রাতের অন্ধকারে কেটে পাচারের ঘটনা ঘটেছিল। চাঁদড়ার ঘটনায় গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করে বন দফতর।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চাঁদা তোলা নিয়ে জনতা-পুলিশ খন্ডযুদ্ধ, আহত দুপক্ষের একাধিক
বাজেয়াপ্ত করে পড়ে থাকা গাছের বাকি অংশগুলি। তারপরই তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ওই ঘটনায় জিতেন মাহাতোকে গ্রেফতার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার পথে জিতেন বলেন, “মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে।” জিতেনের বাবা দীনবন্ধু মাহাতো বলেন, “রাতে বাড়িতে ঘুমিয়েছিল। সেই সময় পুলিশ তুলে নিয়ে আসে থানায়। বলে গাছ কাটার ঘটনায় যুক্ত।”
আরও পড়ুন : ডাকাতির আগেই খড়্গপুরে গ্রেফতার দুস্কৃতিরা, হোটেল থেকে গ্রেফতার দুই ছদ্মবেশী
Tree Smuggling
বৃহস্পতিবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। হেফাজতে পেয়ে ওই পাচার কান্ডে আর কে কে যুক্ত রয়েছে তার হদিস খুঁজছে পুলিশ। পাশাপাশি খোঁজ চালাচ্ছে গাছ পরিবহনে ব্যবহৃত গাড়িগুলির। বন দফতরের কেউ যুক্ত রয়েছে কিনা তারও তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত ওই যুবক শুধু, নাকি গোয়ালতোড়ের জঙ্গল থেকে শাল গাছ কাটার সঙ্গে জড়িত রয়েছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : মেদিনীপুর সদরে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধে
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুন! শ্বশুরবাড়ির ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড
আরও পড়ুন : কঠিন শ্রমের ফল, UPSC তে ৯৪ তম স্থানে মেদিনীপুরের ইন্দ্রাশিস
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Tree Smuggling
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore