Housewife Murder Case : দীর্ঘ ৯ বছর পর সেই মামলার রায় ঘোষণা হল এবং মঙ্গলবার দাসপুরের গৃহবধূ রুমা রায়কে খুন করার অপরাধে স্বামী নির্মল রায় ও শাশুড়ি প্রভাবতী রায় সহ শ্বশুরবাড়ির মোট ৫ জন সদস্যের যাবজ্জীবন সাজা এবং দশ হাজার টাকা করে জরিমানা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গৃহবধূর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অপরাধে স্বামী,শ্বাশুড়ি,ননদ সহ শ্বশুরবাড়ির মোট পাঁচজনের যাবজ্জীবন সাজা দিল ঘাটাল মহকুমা আদালত।ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায়। জানা যায়, ২০১৩ সালে ৩০ আগস্ট দাসপুরের বাসিন্দা নির্মল রায় তার স্ত্রী রুমা রায়কে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে রুমা রায়ের শাশুড়ি প্রভাবতী রায়,ননদ মলিনা সিংহ,ভাসুর প্রদ্যুৎ রায় ও প্রদ্যুৎ রায়ের স্ত্রী তপতী রায় পরিবারের এই পাঁচজন সদস্য মিলে গৃহবধূ রুমা রায়কে খুন করে মৃতদেহ দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতাল থেকে তারা পালিয়ে যায়।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুন! শ্বশুরবাড়ির ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড
খবর যায় গৃহবধূ রুমা রায়ের বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুরে ডেবরা এলাকায়।গৃহবধূর বাপের বাড়ির পরিবারের সদস্যরা এসে দাসপুর থানায় অভিযোগ করে যে তাদের মেয়েকে খুন করেছে রুমার স্বামী,শাশুড়ি,ননদ সহ পরিবারের মোট ৫ জনের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ করে রুমার বাপের বাড়ির সদস্যরা।অভিযোগ পেয়ে দাসপুর থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী শাশুড়ী সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তৎকালিন সময় ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তিন মাস পর জামিনে মুক্তি পেয়ে যায়।
দীর্ঘ ৯ বছর পর সেই মামলার রায় ঘোষণা হল এবং মঙ্গলবার দাসপুরের গৃহবধূ রুমা রায়কে খুন করার অপরাধে স্বামী নির্মল রায় ও শাশুড়ি প্রভাবতী রায় সহ শ্বশুরবাড়ির মোট ৫ জন সদস্যের যাবজ্জীবন সাজা এবং দশ হাজার টাকা করে জরিমানা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। মৃত গৃহবধূ রুমা রায়ের বাবা সুকুমার রায় ভাই শোভন রায় বলেন,বিয়ের পর থেকেই রুমার উপর অত্যাচার করত স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন।
২০১৩ সালে ৩০ আগস্ট রুমার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে রুমার স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজন সদস্য মিলে,আমরা সেই অভিযোগ করেছিলাম দাসপুর থানায়। অভিযোগ প্রমাণিত হয় এবং সেই মত আজ ওই পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।এতে রুমার আত্মার শান্তি পাবে,খুনিরা শাস্তি পেয়েছে খুব ভালো লাগছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Housewife Murder Case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore