Illegal Fishery : রাজস্ব ফাঁকি দিয়ে ও জমির চরিত্র বদল না করে বেআইনিভাবে ভেড়ি তৈরির অভিযোগ জমা পড়ে ব্লক প্রশাসনের কাছে। ভেড়ি তৈরির কারণে গ্রামের জলনিকাশি বন্ধ হয়ে যায় বলে গ্রামবাসীর অভিযোগ। গ্রামবাসীও স্থানীয় চাষিদের একাংশ এই ভেড়ি তৈরিতে বাধা দেয়।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জমি তুমি কার? নিশ্চিত উত্তর চাষির। গোপনে বেআইনি ভাবে তৈরি হওয়া ভেড়ি বন্ধ করে দিল ব্লক ও ভূমি রাজস্ব দফতর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার চড়াবাড় এলাকায়। ইতিমধ্যে আটক করা হয়েছে মাটি কাটার জেসিবি মেশিন-সহ চালককে। স্থানীয় ব্লক সূত্রে জানা গিয়েছে, খবর ভগবানপুরে চড়াবাড় এক ব্যক্তি চাষের জমিতে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে ভেড়ি তৈরি করছিল।
আরও পড়ুন : মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ
রাজস্ব ফাঁকি দিয়ে ও জমির চরিত্র বদল না করে বেআইনিভাবে ভেড়ি তৈরির অভিযোগ জমা পড়ে ব্লক প্রশাসনের কাছে। ভেড়ি তৈরির কারণে গ্রামের জলনিকাশি বন্ধ হয়ে যায় বলে গ্রামবাসীর অভিযোগ। গ্রামবাসীও স্থানীয় চাষিদের একাংশ এই ভেড়ি তৈরিতে বাধা দেয়। তাঁদের অভিযোগ পেয়েই মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যান ভগবানপুর-১ ব্লকের বিডিও বিশ্বজিৎ মণ্ডল-সহ ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিক।
আরও পড়ুন : মর্মান্তিক! পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের
ব্লক প্রশাসনের নির্দেশে পুলিশ আটক করে ভেড়ি তৈরির কাজে ব্যবহৃত জেবিসি মেশিন-সহ চালককে। মঙ্গলবার রাতে ভূমি ও রাজস্ব দফতর আর্থিক জরিমানা করে অভিযুক্ত চালক ও আটক করা জেসিবি মেশিন ছেড়ে দেয়। ভেড়ি তৈরি বন্ধে প্রশাসন পদক্ষেপ করায় খুশি এলাকাবাসী। স্থানীয় এক গ্রামবাসী বলেন, “এই জায়গা দিয়ে বর্ষায় গ্রামের অতিরিক্ত জল মাঠে বের হয়।
আরও পড়ুন : সরকারি গাছ চুরির অপরাধে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার যুবক
ভেড়ি কাটায় পাশের কৃষিজমি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই ভেড়ি তৈরির বিরুদ্ধে বহুবার প্রতিবাদ হয়েছে। ভগবানপুর-১ এর বিশ্বজিৎ মণ্ডল বলেন, “বেআইনি ভাবে ভেড়ি তৈরির অভিযোগের ভিত্তিতে ভূমি ও রাজস্ব দফতর এবং ব্লক প্রশাসন যৌথ অভিযান চালিয়ে কাজ বন্ধ করা হয়েছে। আটক এক ব্যক্তিকে ভূমি দফতর জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Illegal Fishery
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore