Death in Paschim Medinipur : মাটি কাটা যন্ত্র চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরের কুলাপাড়ার বাসিন্দা উৎপল কুমার দাসের (৩৭)। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর হাসপাতালে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাটি কাটা যন্ত্র চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার উক্রষণ্ডা এলাকার। পুলিশ জানিয়েছে, রেলের তৃতীয় লাইনের জন্য কাজ করার সময় মাটি কাটা যন্ত্রের বকেট চাপা পড়ে মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরের কুলাপাড়ার বাসিন্দা উৎপল কুমার দাসের (৩৭)।
আরও পড়ুন : এসএসসি দুর্নীতির প্রতিবাদে পুলিশের লাঠি চার্জ, মেদিনীপুরে বিক্ষোভ
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখায় তৃতীয় লাইনের কাজ চলছে। মাটি সমতলের কাজ চলছে। তার সুপার ভাইজারের দায়িত্বে ছিলেন ওই ব্যক্তি। শনিবার ভোর সাড়ে তিনটা নাগাদ পাশের একটি কংক্রিটের স্ল্যাবের ওপর বসে মাটি সমতল করার কাজ তদারকি করছিলেন।
আরও পড়ুন : সবুজে সাজবে মেদিনীপুর! পুর উদ্যোগে শুরু হবে সৌন্দর্যায়নের কাজ
হঠাৎই যন্ত্রের হাইড্রোলিক পাইপ ফেটে যায় এবং বাকেট কংক্রিটের স্ল্যাবের উপর পড়ে যায়। চাপা পড়েন উৎপল। উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর হাসপাতালে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ।
আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর সভা ঘিরে জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র , উত্তেজনা এলাকায়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore