SSC Scam : নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীদের নাম জড়ানো নিয়ে মন্ত্রী পদ ছাড়ার দাবি উঠছে। এমনকি কঠোর শাস্তির দাবি তুলেছেন চাকরি পদপ্রার্থী সহ শিক্ষকরাও। শুক্রবার মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতরে বিক্ষোভ দেখাল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে পূর্বতন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকদের। রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশচন্দ্র অধিকারীকে তলব করে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দুই কিস্তিতে পুরো বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন লোধা নেতারা
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন লোধা নেতারা
নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীদের নাম জড়ানো নিয়ে মন্ত্রী পদ ছাড়ার দাবি উঠছে। এমনকি কঠোর শাস্তির দাবি তুলেছেন চাকরি পদপ্রার্থী সহ শিক্ষকরাও। শুক্রবার মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতরে বিক্ষোভ দেখাল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। স্কুল শিক্ষা মন্ত্রীর উদ্দেশ্য ডেপুটেশনও দেয় সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সম্পাদক উত্তম প্রধান, বিষ্ণুপদ মাইতি, শুভাশীষ শাসমল, কাকলি ভূঁইয়া সহ অন্যান্যরা।
জেলা সম্পাদক উত্তম প্রধান বলেন, এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের কঠোরতম শাস্তি, দুর্নীতিতে নাম জড়ানো মন্ত্রীদের অবিলম্বে পদত্যাগ, যোগ্যতাসম্পন্ন বঞ্চিত প্রার্থীদের ও সমস্ত শূণ্যপদে স্থায়ী শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ এবং 45 দিনের ছুটি বাতিল করে অবিলম্বে স্কুল খোলার দাবিতে এদিন বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচী হয়েছে। তিনি বলেন, শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুলগুলি। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার গরমের অজুহাতে স্কুল বন্ধ দিয়ে সরকার সরকারী শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চাইছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
SSC Scam
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore