Death by Drowning : নারকেল কুড়াতে গিয়েই বিপত্তি, জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জোতঘনশ্যাম গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ মান্না, বয়স ৩২ বছর। দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পুকুরের জলে নেমে নারকেল কুড়াতে গিয়েই বিপত্তি, জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জোতঘনশ্যাম গ্রামে। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ মান্না, বয়স ৩২ বছর।
আরও পড়ুন : মাওবাদী নাশকতার সতর্কতা জারি হতেই পশ্চিম মেদিনীপুরের স্টেশন গুলিতে শুরু জোর তল্লাশি
জানা যায়, পুকুরের সামনে নারকেল গাছ থেকে একটি নারকেল পড়ে যায় ওই পুকুরে। তখনই সে ওই নারকেল কুড়াতে জলে নেমে পড়ে। পুকুরের জলে নারকেল কুড়াতে গিয়ে আস্তে আস্তে জলে তলিয়ে যায় বিশ্বজিৎ বাবু। স্থানীয় সূত্রে জানাযায়, বিশ্বজিৎ বাবু সাঁতার জানতো না, তার ফলেই এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন : মেদিনীপুর শহরের নিকাশি ব্যবস্থা সুগম করতে ৩০০০ সাফাই
বিশ্বজিৎ বাবুর জলে ডুবে যাওয়ার ঘটনার খবর জানতে পেরে তৎক্ষনাৎ তাকে খোঁজার জন্য জলে নেমে পড়ে স্থানীয়রা।বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যান ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত। দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন : দৌড়বিদদের জন্য সুখবর! ২৮ মে মেদিনীপুরে নাইট ম্যারাথন দৌড়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Death by Drowning
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore