Drug Smuggling : এগরা-রামনগর রাজ্য সড়কে বাইকের ডিকি থেকে লক্ষাধিক টাকার মাদক বাজেয়াপ্ত করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। গ্রেফতার করা হয় দুই জনকে।
———————————————————
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ফের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বড়সড় সাফল্য। ড্রাগস পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে পুলিশ লক্ষাধিক টাকার ড্রাগস বাজেয়াপ্ত করে।
আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে বেআইনিভাবে খোদ বনকর্মীদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
পুলিশ সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর থেকে এগরা রামনগর রাজ্য সড়ক ধরে বাইকে করে ব্যাগের মধ্যে ড্রাগস পাচার উদ্দেশ্যে রওনা দেয় দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রামনগর বাজার সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু করেন। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে যায় দুই যুবক। বাইকের ডিকি থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই মধ্যে ব্যাগই ছিল ড্রাগস।
আরও পড়ুন : বিস্ময় সৃষ্টি ! সর্ববৃহৎ রবি ঠাকুরের ছবি আঁকলেন পশ্চিম মেদিনীপুরের দুই শিল্পী
যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া ড্রাগস বাজেয়াপ্ত করে পুলিশ। তারপর দুই অভিযুক্তকে গ্রেফতার করে। সঙ্গে থাকা বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযুক্তরা আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
অভিযুক্তরা হল ভগবানপুর থানার পূর্ব কালুপুর গ্রামের চন্দন মণ্ডল ও গুড়গ্রাম গ্রামের মনীশ প্রামানিক।রবিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Drug Smuggling
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore