Drinking Water Crisis in Kharagpur town, assurance of solution by the municipality
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খড়্গপুরে পানীয় জল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পানীয় জলের সঙ্কটে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। প্রসঙ্গত খড়্গপুর পৌরসভার ৩৩ ও ৩৫ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা।এখানকার স্থানীয় বাসিন্দাদারা গ্ৰীষ্মকাল এলেই জলকষ্টে ভোগেন। ভোটের সময় রাজনৈতিক দলগুলোর ইস্তাহারে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতি থাকে। কিন্তু ভোট মিটতেই সেই প্রতিশ্রুতি পালনের কোন গরজ নেই স্থানীয় জনপ্রতিনিধিদের।
যেমন খড়গপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্ষীয়ান নেতা জহর পাল বলেন , ”২০০৪ সাল থেকে একটু একটু করে কাজ করেছি। কিন্ত বিগত সাত বছর এই ওয়ার্ড ছিল সিপিআইএম এর দখলে, তাই জলের পুরো সিস্টেম টাই নষ্ট করে দিয়েছে।” তিনি আরও বলেন,” খড়গপুর পৌরসভার ৩৩ ও ৩৫ নং ওয়ার্ড তালবাগিচা এলাকার পাম্প পরিস্কার করে দিয়েছি গত ১৩-১৪ মাস আগে কিন্ত তার পর আর কিছুই হয়নি যেটুকু জল আসছে সেটা পান করা তো দূর কাপড় কাঁচা ও যাবে না। কারন পাইপ লাইন ওয়াস হয়নি।
বর্তমান এ যিনি কাউন্সিলার হয়েছেন তাকেই দেখা যায়নি সেভাবে। তাই সমস্ত সাধারণ মানুষ আমাদের কাছেই সব অভিযোগ দিচ্ছেন আমি সেই অভিযোগ পৌরসভার চেয়ারম্যানকে দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি আপাতত পৌরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠিয়ে সমাধানের চেষ্টা করছি।” অন্যদিকে খড়গপুর পৌরসভার ৩৩ নং ওয়ার্ডের এলাকাবাসীদের অভিযোগ এই ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির বিধায়ক হীরণ চট্টোপাধ্যায় কে এই বিষয়ে জানালেও কোনও সুরাহা হয়নি। সেই প্রাক্তন কাউন্সিলার জহর পালের কাছে সমস্যার কথা বলেই জলের ট্যাঙ্ক পাওয়া গেছে ।
প্রায় ১৫ দিন ধরে সমস্যায় ভূগছি। অপরদিকে হিরনের সাথে যোগাযোগ না পাওয়ার ফলে খড়গপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলার তথা বিজেপি নেতা গৌতম ভট্টাচার্য বলেন,” রাজনৈতিক ভাবে নয় খড়গপুরবাসী হিসেবে বলছি কংসাবতী নদীর যে জল প্রকল্পের কয়েক হাজার কোটি টাকায় চালু হয়েছিল সেই সময় রবি পান্ডে পুরপ্রধান ছিলেন। তার আগে সিপিআইএম এর রহমান সাহেব পুরপ্রধান ছিলেন। তারপর তৃণমূল কংগ্রেসে এসেছে। জল প্রকল্পের জন্য পাইপ এসেছিল তখন। খড়গপুর পৌরসভার ২৫ টা ওয়ার্ড ছিল এখন ৩৫ টা হয়েছে, কিন্ত বিগত দিনে সিপিআইএম এর বোর্ড পরে কংগ্রেসের এবং বর্তমান এ তৃণমূল কংগ্রেস বোর্ড সবাই মিলে টাকাটা নয়ছয় করেছে কোনও কাজ হয়নি।”
খড়গপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ড থেকে ঝাপেটাপুর, প্রেম বাজার, তালবাগিচা, ডিভিসি, আইমা সহ একাধিক এলাকা পানীয় জলের সমস্যায় ভুগছে। এর জবাব পৌরসভা কেই দিতে হবে এর পাশাপাশি তিনি আরও বলেন সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বেশ কিছু জায়গাতেই কলের মুখ ভাঙার ফলে জল নষ্ট হচ্ছে এছাড়াও তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ড এখন খড়গপুর পৌরসভা এর প্রতিবাদ করতে হবে। তবে নব নির্বাচিত খড়গপুর পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার একপ্রকার স্বীকার করেই নিলেন পানীয় জলের সমস্যা আছে।
তিনি বলেন যে ঐ ওয়ার্ড গুলো একটু দূরে হওয়ার জন্য কংসাবতী পাইপ লাইন এর প্রজেক্ট পৌঁছতে পারেনি ইতিমধ্যেই এই গরমের সময় জল কষ্ট হচ্ছে আমরা পৌরসভার পানীয় জলের ট্যাঙ্ক পাঠিয়েছি এবং চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আলোচনা করে ঐ এলাকার পানীয় জলের সঙ্কট মেটানোর। যদিও এই বিষয়ে সিপিআইএম এর পক্ষ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। এখন দেখার অপেক্ষা এই রাজনৈতিক তরজা কবে বন্ধ হয়ে সুষ্ঠভাবে মিটবে পানীয় জলের সমস্যা। কবে পানীয় জলের সমস্যার থেকে মুক্তি পাবেন এইসব ওয়ার্ডের সাধারণ মানুষ,সেটাই এখন বড় প্রশ্ন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Drinking Water Crisis
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore