The wait of three months is over! The missing woman returned to her family in West Midnapore due to police action
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তীব্র দাবদাহের মধ্যেই ভবঘুরে অসুস্থ মহিলাকে উদ্ধার করল পুলিশ। অবশেষে,তিন মাস নিখোঁজ থাকার পর মাকে ফিরে পেল ছেলে, মেয়ে ও পরিবারের সদস্যরা।গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে রাজ্য সড়কের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ এমনই খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে ।
আরও পড়ুন :- খবরের জেরে মেদিনীপুর সদরে আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছাল পানীয় জল, শুরু হলো সাবমার্শিবলের কাজ
তারপর সেই খবর সংবাদ মাধ্যমে পড়ার পরে পুলিশের তৎপরতায় প্রায় তিন মাস পর নিজের নিখোঁজ মাকে ফিরে পেল তার ছেলে। জানা যায়, কয়েক দিন আগেই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে মাঝে ভরদুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের বরদার চৌকন এলাকা থেকে এক ভবঘুরে অজ্ঞাত পরিচয় হীন মহিলাকে অসুস্থ অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশ। আর পুলিশের এই মানবিককতার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।
West Midnapore
আরও পড়ুন :- তিন মাসের অপেক্ষা শেষ! পুলিশের তৎপরতায় পশ্চিম মেদিনীপুরে পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ মহিলা
আর সেই খবর দেখে নিজের নিখোঁজ মাকে ফিরিয়ে নিয়ে গেল তার ছেলে ও পরিবারের সদস্যরা। জানা যায়, আঙ্গুরবালা ভৌমিক পাঁশকুড়া থানার বৃন্দাবনচক এলাকার বাসিন্দা । প্রায় তিন মাস আগে হঠাৎ করেই বাড়ি থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে নিরুদ্দেশ হয়ে যান। দীর্ঘ এক মাস ধরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে একপ্রকার আশাই ছেড়ে দিয়েছিলেন তার ছেলে শ্রীমন্ত ভৌমিক ও মেয়ে অনিমা মন্ডল সহ সকলেই।
আরও পড়ুন :- পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে কীর্তন অনুষ্ঠানে ভোগ খেয়ে অসুস্থ শতাধিক
ভেবেছিলেন তাদের মা হয়তো আর জীবিত নেই কিন্তু আজ তারা সোশ্যাল মিডিয়া মারফত তাঁরা জানতে পারেন পুলিশের মানবিকতার পরিচয় দিয়ে এক ভবঘুরে মহিলাকে অসুস্থ অবস্থায় ভর্তি করে হাসপাতালে। তারপর শ্রীমন্ত ও তার পরিবারের সদস্যরা তার মাকে চিনতে পেরে ঘাটাল থানায় এসে পুলিশের সহযোগিতায় তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে যান ওই মহিলাকে। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া সর্বত্রই।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
West Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore