VCT workers protest by locking the gate in Chandrakona Municipality demanding salary and work
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বেতন ও কাজের দাবি নিয়ে পৌরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন ভেক্টর কন্ট্রোল টিম অর্থাৎ VCT ওয়ার্কারদের। ঘটনায় উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভায়।ওয়ার্কার দের দাবি সারা মাস তাদের কাজ দিতে হবে এবং সঠিক কাজের পারিশ্রমিক দিতে হবে। এই দাবি তুলে সোমবার চন্দ্রকোনা পৌরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভে শামিল হয়েছে ৬০ থেকে ৬২ জন ওয়ার্কার।
তাদের আরও অভিযোগ এই ওয়ার্কারদের দিয়ে নিকাশি নালার পরিষ্কার করানোর কাজ করানো হচ্ছিল তবে তার পারিশ্রমিক দেওয়া হচ্ছিল মাত্র ১৭৫। কিন্তু অন্যান্য জায়গায় এই পারিশ্রমিকের মান আরো বেশি থাকায় এইসব ওয়ার্কাররা বহুবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি। তারই কারণে এদিন বিক্ষোভে শামিল হয়েছে ভেক্টর কন্ট্রোল টিম অর্থাৎ VCT ওয়ার্কারা।
তবে তাদের বক্তব্য তাদের দাবি না মানা হলে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। অন্যদিকে পৌরসভায় তালা বন্ধ করে এই বিক্ষোভ চলায় পৌরসভার ভিতরে কোন কর্মী প্রবেশ করতে পারছেন না ফলে বাইরে দাঁড়িয়ে রয়েছে পৌরসভার অন্যান্য কর্মচারীরা। ১১ টা ৩০ নাগাদ পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র এসে গেট খুলে ভেতরে প্রবেশ করে। বিক্ষোভ কারীদের সাথে কথা বলেন ও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Chandrakona Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore