Humanitarian Action! Chandrakona police rescued and treated a sick woman in West Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রচন্ড দাবদাহে রাজ্যসড়কে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া এক মহিলাকে উদ্ধার করল কর্তব্যরত চন্দ্রকোনা থানার পুলিশ । উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পাঠালেন তাঁরা।গরমে পুলিশের মানবিক রুপ দেখল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা শহরের গাছশীতলা মোড় এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কে র উপর আচমকাই মাথা ঘুরিয়ে পড়ে যান মধ্য বয়স্কা এক মহিলা পথচারী।
তার ঠিক সামনেই গাছশীতলা মোড়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন চন্দ্রকোনা থানার কয়েকজন ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার। রাজ্যসড়কের উপর পথচারী ওই মহিলা মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসে ট্রাফিক পুলিশ কর্মী সহ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার। স্থানীয়দের সহযোগিতায় প্রায় অচৈতন্য ওই মহিলাকে রাস্তা থেকে তুলে পাশেই ছাওয়াতে নিয়ে গিয়ে তার চোখে মুখে জল দেওয়া এমনকি হাত পাখা জোগাড় করে ওই অসুস্থ মহিলাকে পাখা করতেও দেখা যায় তাঁদের।
Humanitarian Action
ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। খবর পেয়েই থানার মোবাইল ভ্যানে এক মহিলা পুলিশ কর্মীকে নিয়ে পৌঁছে অসুস্থ ওই মহিলা পথচারীকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। যদিও ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। তবে এই প্রচন্ড দাবদাহে রাস্তায় হাঁটার সময় হঠাৎই অসুস্থ হয়ে এই ঘটনা ঘটে বলেই মনে করছেন ট্রাফিক পুলিশকর্মীরা।এই গরমে পুলিশ কর্মীদের এহেন ভূমিকার প্রশংসায় চন্দ্রকোনাবাসী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Humanitarian Action
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore