Haldia and Mahishadal youths involved in ‘unrest’ in capital, Delhi Police in East Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত শনিবার দিল্লির জাহাঙ্গীরপুরী হনুমান জয়ন্তী শোভাযাত্রা থেকে অশান্তি ছড়িয়ে ছিল, সেই ‘অশান্তি’র ঘটনায় নাম জড়িয়েছে হলদিয়ার আনসার এবং মহিষাদলের আসলামের। তাঁদের লোকেশন ভেরিফিকেশন করতে এবার পূর্ব মেদিনীপুরে যায় দিল্লি পুলিসের ৩ সদস্যের একটা দল। দিল্লি পুলিসের ওই দলে রয়েছেন ক্রাইম ব্রাঞ্চের এএসআই সুরেশ কুমার, এছাড়া কৃষ্ণা পাল এবং সুমিত লামা। মঙ্গলবার সন্ধেতে প্রথমে মহিষাদল থানায় যান তাঁরা।
মহিষাদলের কাঞ্চনপুরের আসলামের বাড়ি। তার বাড়ির লোকদের সঙ্গে কথা বলেন পুলিস আধিকারিকরা। এরপর হলদিয়ার শেখ আনসারের শ্বশুর বাড়িতেও যেতে পারেন তদন্তকারীরা। সেই ধর্মীয় মিছিলে হামলার অভিযোগে ধৃত হলদিয়ার যুবক মহম্মদ আনসার নির্দোষ বলে দাবি করে তার মুক্তির আবেদন করলেন প্রতিবেশীরা এবং হলদিয়া ব্লকের জনপ্রতিনিধিরা। সোমবার রাতে আনসারকে গ্রেপ্তারের খবর পৌঁছয় তার গ্রাম হলদিয়ার কুমোরপুরে।
মঙ্গলবার আনসারের প্রতিবেশীরা জানান, আনসারের আসল বাড়ি আসামে। বছর ৪২ এর আনসার হলদিয়ার তরুণীকে বিয়ে করেছেন। ওই তরুণীর পরিবার দিল্লিতে থাকাকালীন সেখানেই পরিচয় হয়। আনসারের লোহার স্ক্র্যাপ মেটিরিয়ালের ব্যবসা রয়েছে দিল্লিতে। হলদিয়ায় তাদের দোতলা বাড়ি রয়েছে। মাঝে মাঝে এখনে আসত আনসার। আনসারের প্রতিবেশী ও তৃণমূলের জেলা পরিষদ সদস্য সাকিনা বিবি বলেন, আনসার কোন ঝামেলায় জড়ানোর ছেলেই নয়।
এখানে সবার সঙ্গে মেলামেশা করত। দানধ্যান করত বিভিন্ন অনুষ্ঠানে ও গরীব মানুষকে। একই দাবি করেন চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে নির্দোষ লোকজনকে ফাঁসাচ্ছে। আনসার ভাল ছেলে। ওকে ফাঁসানো হয়েছে। দিল্লি প্রশাসনের কাছে ওর মুক্তির দাবি করছি গ্রামবাসীর পক্ষ থেকে। প্রসঙ্গত, দিল্লিতে হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিলে হামলার মূল চক্রী হিসেবে হলদিয়ার মহম্মদ আনসারকে পুলিস গ্রেপ্তার করেছে। এই ঘটনায় স্তম্ভিত হলদিয়ার পঞ্চায়েত সমিতি এলাকার কুমারপুর গ্রাম।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Jhargram
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore