Tensions are high among the hunters in Lalgarh
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শিকারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল লালগড়ের আজনাশুলির পাখিবাঁধে। ভোর থেকে বনকর্মী ও পুলিশের পাহারা সত্ত্বেও বুধবার শিকারিরা প্রবেশ করে পাখিবাঁধের জঙ্গলে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় নাকা পয়েন্ট করে পুলিশ ও বন দফতর। বন্যপ্রাণ শিকার না করার বার্তা দিয়ে জঙ্গলেও চলে মাইকিং।
ছিল বন্যপ্রাণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘হিল’। অন্যান্য বছরের তুলনায় জমায়েত ছিল অনেক কম। এদিন বেশকিছু বন্যপ্রাণ হত্যা করে শিকারিরা। দুপুর পেরিয়ে বিকেল গড়াতেই একটি বন্য শূকরকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে শিকারিদের মধ্যে। জানা গিয়েছে, দুই এলাকার শিকারিরা জঙ্গলে ঘিরে একটি বন্য শূকর শিকার করে।
সেই শূকরের দখল নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে হাজির হয় লালগড় থানার বিশাল পুলিশ বাহিনী। লালগড় রেঞ্জের আধিকারিক শ্রাবণী দে জানান, ধারাবাহিক ভাবে প্রচার চালানোয় অন্যান্য বছরের তুলনায় শিকারির সংখ্যা অনেক কম। তিনি আশাবাদী আগামীদিনে বিলুপ্তি হবে শিকার উৎসব।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Ajker Rashifal
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore