4 members of snatching gang arrested for stealing lorry filled with edible oil in Tamluk
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত কয়েকদিন আগে তমলুক শহর থেকে সোয়াবিন তেল ভর্তি লরি ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি তমলুক শহরের পদুমবসান এলাকায়। রাজেশ ঘোষ ওরফে লাল্টু ওই লরির খালাসী। বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রামের সন্তু মুখার্জি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার গোপালপুর গ্রামের শেখ রাজেশ ও কাঁথি থানার দারুয়া সংলগ্ন শেখ কামু।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে শোওয়ার ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর মৃতদেহ, খুন না আত্মহত্যা, ধোঁয়াশায় পুলিশ
আরও পড়ুন:- সাতসকালেই আলুর জমি থেকে রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে
ওই লরির মধ্যে ১৩০০টিন ভোজ্য তেল ছিল। তারইমধ্যে তমলুক থানার পুলিশ বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত ৬৪০টিন ভোজ্যতেল উদ্ধার করতে পেরেছে। বাকি তেলের সন্ধানে তমলুক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমলুক থেকে ধুলাগড় পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে যায় রাজেশ ঘোষ। তারপর সেখান থেকে শেখ রাজেশ লরি নিয়ে কলকাতা হয়ে বাঁকুড়া যায়।
Tamluk
আরও পড়ুন:- মাধ্যমিক পরীক্ষার দিনেই জন্ম নিল কন্যা সন্তান, পাশে নিয়ে পরীক্ষা দিলেন পশ্চিম মেদিনীপুরের অমৃতা
আরও পড়ুন:- ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান হলেন কবিতা ঘোষ, ভাইস-চেয়ারম্যান সুখি সরেন
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকদহ গ্রামে কয়েকটি ভোজ্য তেল নামানো হয়। সেখান থেকে সড়কপথে অন্ডাল থানার অধীনে উখরায় একটি দোকানে ১৫১ টিন তেল বিক্রি করা হয়। তমলুক থানার পুলিশ বিষ্ণুপুর থেকে এবং অন্যান্য জায়গা থেকে ৬৪০টিন ভোজ্যতেল উদ্ধার করেছে। তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদের নেতৃত্বে তমলুক থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।
আরও পড়ুন:- স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা পশ্চিম মেদিনীপুরে! ৫ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ আদালতের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Tamluk
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore