Four workers were killed and several others injured in a tragic road accident in East Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দীঘা – নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ শ্রমিকের, গুরুতর আহত হয়েছেন অটো চালক সহ আরও কয়েকজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার দইসাই ও তেলিপুকুর মধ্যস্থলে। জানা গিয়েছে, মারিশদার কামারদা এলাকা থেকে একটি অটোতে করে আসছিলেন যাত্রীরা। সেই সময় অটোর সঙ্গে নন্দকুমার গামী ডাম্পার ও দিঘা গামী একটি বাসের সংঘর্ষ হয়।
আরও পড়ুন:- ইউক্রেন থেকে নিজের বাড়িতে পৌঁছালেন পূর্ব মেদিনীপুরের সোনিয়া, খুশি পরিবার
আরও পড়ুন:- দুয়ারে সরকার শিবিরে সহযোগিতা করতে মেদিনীপুরে পার্টি অফিসে সহায়তা কেন্দ্র খুলল সিপিএম কাউন্সিলর
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই ওই দুই মহিলার মৃত্যু হয়। মৃত এক মহিলা পদ্মাবতী মহড়া (৪৭) । তার বাড়ি মারিশদা থানার পশ্চিম কামারদা গ্রামে বলে জানা গেছে। মৃত আর একজনের পরিচয় জানা যায়নি। বেশ কয়েকজনকে কাঁথি মহকুমা হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
Road Accident
আরও পড়ুন:- মেদিনীপুর আদালত চত্ত্বরে বেআইনি বিষধর সাপের খেলা, বাধা দিতে গেলে আইনজীবীদের অসহযোগিতা, কামড় খেল সর্পবন্ধু
আরও পড়ুন:- এগরা পুরভোটে জয়ী বিজেপি প্রার্থীকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এলাকাবাসীর অভিযোগ , মারিশদা থানার পুলিশ রাস্তায় তোলা তুলছিল ভোররাত থেকে। তারা ডাম্পারটিকে হাত দেখিয়ে দাঁড় করাতে যায়। না দাঁড়ালে তাড়া করার ফলে এই দুর্ঘটনা। প্রতিবাদে পুলিশের গাড়ি নয়নজুলিতে ফেলে আগুন ক্ষিপ্ত জনতার। এলাকার একাধিক থানার বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে সবুজ ঝড়, ধরাশায়ী বিজেপি, সিপিএম, কংগ্রেস
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore