List of two Trinamool candidates in Midnapore Municipality Election, ward to ward protests
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ, গন্ডগোল। প্রার্থী বদল চেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় একটি তালিকা প্রকাশের পরে রাতে ফের দ্বিতীয় তালিকা প্রকাশ হয়েছে। তাতে মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে দুই তালিকায় দুরকমের প্রার্থী দেখা গিয়েছে। সেই ধোঁয়াশা কাটাতে পারেনি জেলা নেতারা।
আরও পড়ুন:- সরস্বতী আরাধনায় মেতে উঠলেন পশ্চিম মেদিনীপুর জেলাবাসী
ফলে দিনভর বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী নিয়ে বিক্ষোভ অবরোধ দেখা গিয়েছে। কতকগুলি ওয়ার্ডে আবার দুই তালিকার দুই প্রার্থীই শুরু করলেন প্রস্তুতি। ফলে চরম অস্বস্তি শাসকদলে। মেদিনীপুর পুরসভা এলাকার জন্য তৃণমূলের প্রথম প্রার্থী তালিকা বেরিয়েছিল শুক্রবার সন্ধ্যায়। সেখানে ২ নং ওয়ার্ডের প্রার্থী দেখানো হয়েছিল প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তীকে। পরে রাতে পুণরায় দলের তরফে আরও একটি তালিকা প্রকাশ করা হয়।
Midnapore Municipality Election
আরও পড়ুন:- নানা জল্পনার পর মেদিনীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
আরও পড়ুন:- মেদিনীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট
তাতে দেখানো হয় ওই ২ নং ওয়ার্ডে প্রার্থী রয়েছেন মিতালি ব্যানার্জী। ফলে বিভ্রান্তি তৈরি হয়। দুই প্রার্থীর দুই শিবিরের মধ্যে টানা পোড়েন তৈরি হয়। সোনালি চক্রবর্তী শনিবার রাস্তায় বের হয়ে যায় প্রচারে। সোনালি দেবী নিজে দেওয়াল লিখন শুরু করেন ২ নং ওয়ার্ডে। সোনালি বলেন, দলের নির্দেশ পেয়ে কাজ শুরু করেছি। পাড়াতে প্রচার ও দেওয়াল লিখন চলছে। কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছি। অন্যদিকে দ্বিতীয় তালিকাতে থাকা মিতালী ব্যানার্জী এখনও প্রচারে নামেন নি।
আরও পড়ুন:– তোমাকে রাজ্যপাল কি ফোন করেন? পূর্ব মেদিনীপুরের এসপি’কে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন:- পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন
তিনি তালিকা নিয়ে দ্বিধা থাকায় দলের নেতাদের মুখাপেক্ষী হয়ে রয়েছেন বিষয়টি পরিষ্কার হতে। তিনি বলেন, আমি বিষয়টি দলকে জানিয়েছি। তাদের কথা মতো কাজ করব। দিদি আমাকে দায়িত্ব দিলে মানুষের জন্য কাজ করতে আমি প্রস্তুত।
অন্যদিকে মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে স্থানীয় প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর রাধারানী বেরা-র অনুগামীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
আরও পড়ুন:- তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই নাম দিয়ে ভোট চেয়ে পোস্টার মেদিনীপুর শহরে
Midnapore Municipality Election
রাধারানী বেরা তালিকাতে স্থান না পাওয়ার কারণে মেদিনীপুর শহরের জর্জকোট এলাকাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা তাঁর স্ত্রীকে প্রার্থী করেছেন। আমরা প্রাক্তন কাউন্সিলারকেই চাই। একই ভাবে মেদিনীপুর পৌর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডেও প্রার্থী নিয়ে ক্ষোভ দেখা দেয়।
আরও পড়ুন:- ফের শুভেন্দু-গড় কাঁথিতে বিজেপিতে ভাঙন! পুরসভা দখলে মরিয়া তৃণমূল
স্থানীয় তৃণমূলের কর্মীরা রাঙ্গামাটি এলাকাতে রাস্তায় টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শনিবার বিকালে। প্রার্থী পরিবর্তনের দাবি করেছেন তাঁরা। ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ মুখার্জী। বিক্ষোভকারীদের অভিযোগ, যাকে প্রার্থী করা হয়েছে, সে কোনোদিন তৃণমূল করেনি। গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে গোপনে কাজ করেছে। তবে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবিষয়ে কোনো মন্তব্য করতে চান নি।
আরও পড়ুন:- মেদিনীপুর বনবিভাগে আলুর দফারফা ১১০ টি হাতির তান্ডবে, হুলা জ্বেলে রাত জাগছেন স্থানীয়রা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore Municipality Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore