Murder
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রাজ্যের কলকাতা পুরসভার ভোটের ফলাফল বেরোতে না বেরোতেই আবারও বিপত্তি শাসকদলের। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসায় এফআইআর দায়ের করল এবার সিবিআই।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। আর এই ঘটনায় সিবিআইয়ের জালে জড়াল প্রায় ১১ জন তৃণমূল নেতা-কর্মী। বিধানসভা ভোটের ফলাফল বার হবার পর গত ৩০ মে খুন হন সিপিএম নেতা জন্মেঞ্জয় দলাই ডাক নাম চাঁদু।
আরও পড়ুন:- মেদিনীপুর সদর ব্লকে শুরু হল জঙ্গলমহল উৎসব
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে দুঃসাহসিক চুরি , শুরু রাজনৈতিক চাপানউতর
সিপিএম কর্মীদের অভিযোগ, ৩০ মে তাঁকে অপহরণ করে খুন করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এই ঘটনায় কাঁথির মারিশদা থানা এলাকার সিপিএম নেতা ঝড়েশ্বর বেরা জানিয়েছেন, চান্দু দলাই খুনের অভিযোগের পরও পুলিশ কোনও তদন্ত শুরুই করেনি। অতপর আমরা সিবিআই তদন্তের দাবি জানাই। আমাদের এই আবেদন শুনে তদন্ত শুরু করে সিবিআই। অন্যদিকে জন্মেঞ্জয় দলাই এর হত্যার পর তাঁকে নিজেদের কর্মী বলে দাবি করেছিল বিজেপি।
Murder
আরও পড়ুন:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে
আরও পড়ুন:- এক অধ্যাপক ও অধ্যক্ষের শাস্তির দাবিতে সবং কলেজ অনির্দিষ্টকালের জন্য ঘেরাও আদিবাসী সংগঠনের
কিন্তু পরে জানা যায় যে সে আসলে সিপিএম নেতা। ফলে এফআইআর-এও জন্মেঞ্জয়কে সিপিএম নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এফআইআর-এ যে 11 জনের নাম রয়েছে তাঁদের প্রত্যেকেই এলাকার পরিচিত তৃণমূল নেতা কর্মী বলে জানা যাচ্ছে। আপাতত ঘটনার তদন্তের সূত্রে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। তাই এবার দেখার অভিযুক্তদের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা হয়।
আরও পড়ুন:- শালবনীতে ভাঙাচোরা সেতু থেকে এক ব্যক্তি পড়লেন খালের জলে, ডুবুরি দিয়েও মেলেনি খোঁজ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Murder
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: The ruling party is in trouble again whether the results of the Kolkata municipal polls or not. After the results of the assembly polls were released, the CBI filed an FIR in the post-poll violence. The incident took place at Contai in East Midnapore. In this incident, about 11 Trinamool leaders and activists were caught by the CBI. CPM leader Janmenjay Dalai, nicknamed Chandu, was assassinated on May 30 after the results of the Assembly polls were declared.
As a result, CPM activists allege he was abducted and killed on May 30. In the wake of that incident, the FIR was lodged by the Central Investigation Agency. After that, CPM leader Jhareshwar Bera of Kanthi’s Marishda police station said the police had not started any investigation into Chandu Dalai’s murder. Then we demanded a CBI investigation. After hearing our application, the CBI started an investigation. On the other hand, after the assassination of Janmanjay Dalai, the BJP claimed him as its own cadre.
But later it was revealed that he was actually a CPM leader. As a result, Janmenjay has been mentioned in the FIR as a CPM leader. On the other hand, all the 11 people named in the FIR are known to be well-known TMC activists in the area. For the time being, the finger of blame has been pointed at the grassroots in the investigation of the incident. So let’s see what steps are taken regarding the accused.