BJP-Trinamool Clash
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ফের রাজনৈতিক সংঘর্ষ । হার্মাদ মুক্তি দিবসকে কেন্দ্র করেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। আর সেই খেজুরী ২নং ব্লক কটকা দেবীচক,গোড়াহাট জালপাই, মুন্ডমারি সহ বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর, বোমাবাজি ও গুলি চললোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল বিরুদ্ধে। তবে এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন:- কেবল ধানের শিষ দিয়ে তৈরি নানা রকম বাহারি শিল্প তৈরি করে নাম করেছেন ভাদুতলার শিল্পী জয়ন্ত
আরও পড়ুন:- ছাত্রদের বিদ্যালয়মুখী করতে পশ্চিম মেদিনীপুরে মাইকিং
উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার হার্মাদ মুক্তি দিবস উপলক্ষে খেজুরীতে পৃথক পৃথক সভা করে তৃণমূল ও বিজেপি।আর সেখানে বিজেপির হয়ে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূলের হার্মাদ মুক্তি দিবসের সভায় নেতৃত্ব দেন রাজ্যের দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও অখিল গিরির সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্বরা।আর এই ঘটনার পর রাতভর খেজুরি ২ ব্লকের কটকা দেবীচক, গোরাহাট জলপাই ও মুণ্ডমারি একাধিক গ্রামে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় পাশাপাশি এলাকায় গুলি চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:- স্বচ্ছ নিয়োগের দাবিতে মেদিনীপুরে অবরোধ ছাত্র-যুবদের, বিক্ষোভকারীদের সরালো পুলিশ
বোমাবাজি ফলে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। আতঙ্কিত রয়েছেন এলাকায় বাসিন্দারা। আর এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খেজুরী থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়ন করা হয় বলে জানা যাচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই বলেন, “হার্মাদ মুক্তি দিবস পালনের পর থেকে খেজুরির বেশকিছু এলাকায় অন্ধকারে এলাকা দখল করতে তৃণমূলের কিছু হার্মাদ বাহিনী বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। ভাঙচুর করে একের পর এক বাড়ি। এলাকার মানুষদের লক্ষ করে গুলি চালায়। পুলিশকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি৷’’
BJP-Trinamool Crash
অপরদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন বলেন, একদল সমাজবিরোধীরাই এই ঘটনা ঘটাচ্ছে।এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। তৃণমূল কংগ্রেস এলাকার শান্তি চাই । কিন্তু একদল বিরোধীরা এলাকায় অশান্তি করে বেড়াচ্ছে। তাছাড়া বিজেপির কিছু হলে তা তৃণমূলের ওপর দোষ চাপানো তাদের অভ্যাসে পরিণত হয়েছে। খেজুরি থানার সূত্রে খবর, “এই ঘটনার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷ তাছাড়া এলাকায় পুলিশি টহল চলছে ৷ পাশাপাশি অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে ৷’’
আরও পড়ুন:- এবার পূর্ব মেদিনীপুরে খেজুরীতে শুভেন্দু অধিকারীর পদযাত্রায় হামলার অভিযোগ, ধুন্ধুমার কান্ড এলাকায়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP-Trinamool Clash
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Political clashes again. Khejuri in East Midnapore district has been heating up since the centenary of Harmad Liberation Day. The ruling Trinamool has been accused of vandalizing, bombing and firing on the houses of BJP workers in various areas including Katka Devichak, Gorahat Jalpai and Mundmari in Khejuri 2nd Block since last night. However, due to the heated situation in the incident, a large police force has been deployed in the area.
It may be mentioned that Trinamool and BJP held separate meetings in Khejuri on Wednesday on the occasion of Harmad Liberation Day. On the other hand, a group of Trinamool leaders including two ministers of state Soumen Mohapatra and Akhil Giri led the Trinamool Harmad Liberation Day meeting. After this incident, the houses of BJP workers were vandalized in several villages of Katka Devichak, Gorahat Jalpai and Mundmari in Khejuri 2 block overnight and it was alleged that shots were fired in the area.
BJP-Trinamool Clash
One house after another collapsed as a result of the bombing. Residents in the area are terrified. It is learned that after this incident a huge police force of Khejuri police station was deployed in the area to bring the situation under control. Commenting on the incident, Tapas Dalui, general secretary of Kanthi organizing district, said, “Since the liberation of Harmad, some grassroots Harmad forces have bombed the houses of BJP workers in several areas of Khejuri. One house after another was vandalized. People in the area were shot. He further added that he did not take any action after informing the police.
On the other hand, Mamud Hossain, co-coordinator of the district Trinamool Congress, denied the BJP’s allegations and said that a group of anti-social elements were causing the incident. No one from the Trinamool was involved in the incident. Trinamool Congress wants peace in the area. But a group of opponents is creating unrest in the area. Moreover, if anything happens to the BJP, it has become their habit to blame the grassroots. According to the Khejuri police station, the situation is now under control Besides, police patrol is going on in the area The search for the accused has already begun. “